বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০১:৫০ অপরাহ্ন

সেডাম এক্রি (Sedum Acre)

আরোগ্য হোমিও হল / ১০ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪, ৭:১৩ অপরাহ্ন
ম্যাগ্নশিয়া ফসফোরিকা-Magnesia Phosphorica
হোমিও বই

সেডাম এক্রি (Sedum Acre)

চলতি নাম – স্মল হাউসলিক (Small Houseleek)

ডা: ইউলিয়াম বরিক।

অর্শের বেদনা, গুহ্যদ্বার ফাটিয়া যাওয়ার মত, সঙ্কোচনবৎ, মলত্যাগের পর বহুক্ষণ যাবৎ বাদ্ধি। গুহ্যদ্বার বিধারণ।

সম্বন্ধ : তুলনীয় – মিউকুনা ইউরেন্স (অর্শপ্রবণ ধাতু ও ইহার উপর নির্ভরশীল পীড়াসমুহ), সেডাম টেলিফিয়াম (জরায়ুর রক্তস্রাব, অধিকন্ত অন্ত্র এবং গুহ্যদ্বার হইতে রক্তস্রাব, অতিস্রাব,  বিশেষতঃ রজঃনিবৃৃত্তিকালে), সেডাম রিপেন্স – সেডাম এ্যালভেষ্ট্রি (ক্যান্সার, তলপেট সংক্রান্ত যন্ত্রের উপর বিশেষ ক্রিয়া, বেদনা, শক্তি লোপ)।

মাত্রা : মুল অরিষ্ট হইতে ৬ষ্ঠ শক্তি।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev