বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০১:১০ অপরাহ্ন

সিস্টাস ক্যানাডেন্সিস (Cistus Canadensis)

আরোগ্য হোমিও হল / ১৫ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪, ১০:৩৯ অপরাহ্ন
মার্কুরিয়াস হাইড্রোজিয়াম-Mercurius Hydragyrum
হোমিও বই

সিস্টাস ক্যানাডেন্সিস (Cistus Canadensis)

চলতি নাম-পার্বত্য গোলাপ (Rock Rose)

ডা: ইউলিয়াম বরিক।

একটি গভীর সোরা-দোষঘ্ন ঔষধ। ইহা রোগী অত্যান্ত শীতকাতর, তাহার গ্রন্থির পীড়া, দদ্রুবৎ উদ্ভেদ, এবং বিশেষ বিশেষ স্থানে পুরাতন স্ফীতি  থাকে। সে শরীরের বিভিন্ন অংশে শীতলতা বোধ করে। গণ্ডমালা-দোষজ চক্ষু উঠা। বিষাক্ত আঘাতজনিত ক্ষত, কীট পতঙ্গের দংশন ও গলিত ক্ষত। গ্রীবাদেশের গ্রন্তিগুলি দুষিত রোগ। সিস্টাসের সহিত নাসিকা ও স্বরযযন্ত্রের সম্ভন্ধ আছে, উহা নাসিকা-মুলে সঞ্চিত শ্লেম্মা নষ্ট করে। নাক সাঁটিয়া ধরে।

বায়ো কম্বিনেশন ২৫

মুখমণ্ডল : চুলকানি, জ্বলা দিক্ষণ গণ্ডাস্থির উপর মামড়ি পড়া। বৃক্ রোগ অস্থিক্ষত, রক্তস্রাবী ক্ষতযুক্ত ক্যান্সার। নাকের ডগায় বেদনা।

মখগহ্বার : স্কাভি রোগে দন্তমাড়ি স্ফীত। মুখের মধ্যে ঠাণ্ডা বোধ, দুর্গন্ধযুক্ত বিশ্রী নিঃশ্বাস। পায়োরিয়া (মার্ক কর, কষ্টিকাম, ষ্ট্যাফিস, ক্রিয়ো), জিহ্বা বাহির করিতে ব্যথা লাগে।

কর্ণ : জলবৎ স্রাব অথবা দুর্গন্ধ পূঁজ। কানের উপর ও চারিদিকে চর্মরোগ। উহা কর্ণকুহর পর্যন্ত ছড়াইয়া পড়ে।

আরও পড়ুন – বায়ো-কম্বিনেশন ২০ (চর্ম, ত্বক, ব্রণ, হারপিস)

গলগহ্বর : স্পঞ্জের মত মনে হয়, শুস্ক ও শীতল বাতাসের স্পর্শে বেদনা জমে। শ্বাসবায়ূ, জিহ্বা এবং গলগহ্বর শীতল বোধ হয়। আলজিভও টনসিলদ্বয় স্ফীত। গলার মধ্যে একটি ক্ষুদ্রাকার শুস্ক স্থান আছে মনে হয়, পুনঃপুনঃ এক এক চুমুক জল পান করিতে হয়। হক্ হকৃ করিয়া কাশিয়া শ্লেম্মা তোলে। গলগ্রন্থিগুলি স্ফীত উহাতে পুঁজ জন্মে। গ্রীবাদেশে স্ফীততাহেতু মাথা একদিকে বাঁকিয়া যায়। সামান্যমাত্র শীতল বায়ু গ্রহণ করিলে গলার মধ্যে ব্যথা করে। গলার মধ্যে উত্তাপ ও কণ্ডয়ন।

পাকস্থলী : আহারের পূর্বে ও পরে পাকস্থলীতে শীতলতা বোধ। সমস্ত তলপেটে শীতলতা বোধ। পানি খাইতে চায়।

মল : কফি ও ফল খাইলে উদরাময়, মল পাতলা, হরিদ্রাবর্ণ এবং মলবেদ উপস্থিত হইলে বিলম্ব সহে না। প্রাতঃকালে বৃদ্ধি।

হস্ত–পাদিাদি : হাতের কব্জিতে মচকাল বেদনা। আঙ্গলের ডগাঙ্গুলিতে শীতলতা সহ্য হয় না। হাতে হাজা। পদতল শীতল। নিন্মাঙ্গে সিফিলিস ক্ষত, উহার চারিদেকে শক্ত স্ফীতি। স্ফীতস্থান সাদা।

নিদ্রা : গলার মধ্যে শীতলতা বোধহেতু ঘুমাইতে পারে না।

আরও পড়ুন – শ্বেতপ্রদর বা সাদাস্রাবে হোমিওপ্যাথিক চিকিৎসা

স্ত্রী- জননেন্দ্রিয় : স্তনের কাঠিনতা, ও স্ফীতি। মনে হয় যেন স্তনে ঠান্ডা বায়ুপ্রবাহ লাগিতেছে। দুর্গন্ধ প্রদরস্রাব।

শ্বাসযন্ত্র : শয়নের পর হাঁপানি মত বোধ হয়। মনে হয় শ্বাসনলীটি সঙ্কীর্ণ হইয়া গিয়াছে। এই অবস্থায় পূর্বে গলায় সুড়সুড়ি বোধ করে।

চর্ম : সর্বাঙ্গে চুলকানি, ক্ষুদ্র ক্ষুদ্র বেদনাদায় ব্রণ, বৃক রোগ (Lupus)। সন্ধিগুলি প্রদাহিত এবং শক্ত। উপদংশ ও পারা-দোষ হইতে ক্ষত, হাতের চর্ম শক্ত পুর, ফাটা ফাটা, গভীর ফাটলযুক্ত। স্ফীত হাত ও বাহুতে চুলকানি সর্বাঙ্গীণ চুলকানিতে ঘুমাইতে পারে না। আধ কপালে মাথাব্যথা।

উপচয়, উপশম : ঠাণ্ডায়, ঠাণ্ডা বায়ুর স্পর্শে, মানসিক পরিশ্রমে, এবং উত্তেজিত হইতে বৃদ্ধি। আরেরর পর উপশম।

সম্বন্ধ : দোষঘ্ন – রাস, সিপিযা,।

তুলনীয় : কোনিয়াম, কার্বো, ক্যাল, আজেন্ট নাই।

মাত্রা : ১ম হইতে ৩০শ শক্তি। বাহ্যকভাবে প্রয়োগ করিলে দুর্গন্ধ স্রাব নিবারিত হয়।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev