বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৩০ অপরাহ্ন

সিরিয়াস বনপ্লাণ্ডি (Cereus Bonplandii)

আরোগ্য হোমিও হল / ২৫ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪, ৭:৫৩ অপরাহ্ন
মার্কুরিয়াস হাইড্রোজিয়াম-Mercurius Hydragyrum
হোমিও বই

সিরিয়াস বনপ্লাণ্ডি (Cereus Bonplandii)

চলতি নাম – রাতের সিরিয়াস ফুল (Night-blooming Cereus)

ডা: ইউলিয়াম বরিক।

মন : কাজ করিবার প্রবল ইচ্ছা, এমন কাজ করিত চায় যাহা দশের প্রয়োজনে আসিবে।

মস্তক : মস্ককের পশ্চাৎ ভাগে শিরঃপীড়া, চক্ষুগোলেরক ভিতর দিয়া বেদনা ( সিড্রন, ওনোস)। মস্তিস্কের মধ্যে দিয়া বাম দিক হইতে দক্ষিণ দিক পর্যন্ত বিস্তৃত বেদনা। গণ্ডদেশের ভিতর দিয়া শঙ্খস্থান পর্যন্ত বেদনা।

বায়ো কম্বিনেশন ২৫

বক্ষ : হৃৎপিণ্ডে টক্কারবৎ বেদনা, বোধ হয় যেন বর্শা বিন্ধ হইতেছে। হৃৎপিণ্ডের ভিতর দিয়া প্লীহাদেশ পর্যন্ত বিস্তৃত বেদনা। বাম দিকের পঞ্জরাস্থির পেশীসমুহের মধ্য দিয়া বেদনা। মনে হয় বুকে ভারী জিনিষ চাপন আছে এবং তৎসহ খোঁচা মারা বেদনা। হৃৎপিণ্ডের বিবৃদ্ধি, কষ্টকৃত গভীর শ্বাসক্রিয়া, যেন বক্ষের মধ্যে চাপিয়া ধরিয়াছে।

চর্ম : চুলকানি (ডলিক, সালফার)।

আরও পড়ুন – আর ৩ (হার্টের দুর্বলতা, ব্লকেজ)

হস্ত-পাদাদি : গলদেশে, পৃষ্ঠে ও স্কন্ধে বেদনা, ঐ বেদনা বাহু, হস্ত ও হস্তাঙ্গুলি পর্যন্ত নামিয়া আসে। জানুদেশ ও নিন্মাঙ্গের সন্ধিগুলিতে বেদনা।

সম্বন্ধ : তুলনীয় – ক্যাকটাস, স্পািইজেল, ক্যালমিয়া, সিরিয়াস, সার্পেন্টিনাস (অত্যান্ত উত্তেজনাপ্রবণ, শপথ করার প্রবৃত্তি। ভয়ানক ক্রোধ ও নীচ মনোবৃত্তি। কথা বলিতে বাধিয়া যায়, লিখিবার সময় শেষ অক্ষটি বাদ পড়ে। পক্ষাঘাতের মত অনুভুতি। হৃৎপিণ্ডে বেদনা এবং জননেন্দ্রিয়টি ঝুলিয়া পড়ে। শুক্রপাতের পর অণ্ডকোষে ব্যথা করে)।

মাত্রা : ৩য় হইতে ৬ষ্ট শক্তি।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev