শনিবার, ১৪ জুন ২০২৫, ০১:৩৮ অপরাহ্ন

সিরাম এঙ্গুইলার ইকথিয়োটক্সিন (Serum Anguilar Ichthyotoxin)

আরোগ্য হোমিও হল / ৪১ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪, ৭:৪১ অপরাহ্ন
ব্যারাইটা কার্ব-Baryta Carb
হোমিও বই

সিরাম এঙ্গুইলার ইকথিয়োটক্সিন

(Serum Anguilar Ichthyotoxin)

চলতি নাম – এল সিরাম (Eel Serum)

ডা: ইউলিয়াম বরিক

‘এলে’র রিসাম রক্তকণিকাসমুহকে ধ্বংস করিয়া রক্তের উপরে বিষাক্ত ক্রিয়া করে। মুত্রে অণ্ডলালা ও পাথরি উপদান, মুত্রে হেমাগ্লোবিন, দীর্ঘকাল স্থায়ী মুত্ররোধ ( ২৪ ও ২৬ ঘন্টা) অধিকন্ত মৃতদেহ পরীক্ষার ফল হইতে বুঝা যায় যে, মুত্রগ্রন্থির উপর ইহার যথেষ্ট ক্রিয়া আছে।গৌণভাবে, ইহা যক ও হৃৎপিণ্ডকে আক্রমণ করে এবং যে পরিবর্তনসমুহ ঘটে, তাহা প্রায়ই সংক্রমক পীড়ার ক্ষেত্রেই পরিলক্ষিত হয়।

বায়ো কম্বিনেশন ২৫

এই সকল সত্য হইতে ‘এল’ সিরামের  আরোগ্যকর লক্ষণাবলী সহজেই অনুমিত হয়। ঠাণ্ডা বা রোগ সংক্রমণ অথবা মাদ্যাদি পানহেতু মুত্রগ্রন্থি ভীষণভাবে আক্রান্ত হইলে এবং স্বপ্লসুত্র, মুত্রনাশ এবং অণ্ডলালা মুত্র দেখা দিলে এল সিরাম মুত্রকৃচ্ছতা সংশোধন করিতে ও মুত্র হইতে অণ্ডমালা দুর করিতে বিশেষ ফলপ্রদ। হৃৎরোগকালে যখন সুস্থ মুত্রগ্রন্থি অকস্মাৎ আক্রান্ত হয় এবং উহার ক্রিয়া ব্যাহত হয় এবং যখন হৃৎক্রিয়ার অনিয়মিত অবস্থা উপস্থিত হয় এবং তৃৎধমনীর আকুঞ্চন প্রসারণে বাধা পড়ে, তখন এল রিসাম দ্বা উৎকৃষ্ট ফল আশা করা যায়। কিন্ত এরুপ ক্ষেত্রে এই ঔষধ নির্বাচন সহজসাধ্য কার্য নহে। ডিজিটেলিসের তিনটি বিশিষ্ট লক্সণ-ধমনীসমুহের অতিপ্রসালণ, মত্রাস্বতা এবং শোথ, কিন্ত এল সিরাম বোধ হয় ধমনীসমুহের অতিপ্রসারণ ও মুত্রাপ্লতার পক্ষে উৎকৃষ্টতর ঔষধ, অথবা যদি শোথ লক্ষণ না থকে।  আমাদের মনে রাখ উচিত যে এল সিরামের প্রধান ক্রিয়া মুত্রগ্রন্থির উপর, সুতরাং আমরা অনায়াসে ধরিয়া লইতে পারি যে, ডিজিটেলিস হৃৎপীড়ার ঔষধ এবং এল সিরাম মুত্রগ্রন্থি পীড়ার ঔষধ। রোগীদেহে প্রয়োগের পর যে সকল তথ্য প্রকাশিত হইয়াছে তাহ হইতে মনে করা যায় যে, ইহাই ঔষধেদ্বয়ের পার্থক্য। হৃৎধমনীর সঙ্কোচন-প্রসারণ সম্বন্ধীয় পীড়া এল সিরাম দ্বারা কোনই উপকার পাওয়া যায় নাই, কিন্ত হৃৎপিণ্ড সংক্রান্ত মুত্রবিকালে ইহা যথেষ্ট ফলপ্রদ হইয়াছে। যে সকল ক্ষেত্রে ডিজিটেলিস ব্যর্থ হইয়াছে, তথায় ইহা মুত্রববোধ দুর করিয়া প্রভুত মুত্রস্রাব উৎপন্ন করিয়াছে। তরুণ মুত্রগ্রন্থি প্রদাহে ইহাকে অমোধ ঔষধ বলিয়া মনে করা যাইতে পারে (ডা: জোসেট)।

আরও পড়ুন আর ৬৭ (হার্টের দুর্বলতা)

অনুগ্র মুত্রগ্রন্থি-প্রদাহ। হৃৎকপাটিকার ক্রিয়ার অসস্পূর্নতাহেতু হৃৎপীড়া এবং হৃৎপিণ্ডের সঙ্কোচন-প্রসারণের অনিয়মিত অবস্থা। ডা: জোসেটের পরীক্ষায় যথেষ্টরুপে প্রমাণিত হইয়াছে যে, ইহা রক্তমুত্র, অণ্ডলালা মুত্র এবং স্বল্পমুত্র রোগ জন্মায়। তরুণ মৃত্রগ্রন্থি-প্রদাহ মুত্রবিকার সম্ভাবনা দেখো দিলে, আমরা এই ঔষধকে স্মরণ করিবে। হৃৎপিণ্ডের যান্ত্রিক ক্রিয়ার বিশৃঙ্খলাজনিত পীড়ায় ইহা যথেষ্ট উপযোগী। মাট্রেল কপাটিকার অসম্পর্ন ক্রিয়া হৃৎপিণ্ডের সঙ্কোচন-প্রসারণ ক্রিয়ার অসম্পুর্ণতা, তৎসহ শোথ লক্ষণ থাকুক আর না থাকুক শ্বাসকৃচ্ছতা এবং কষ্টকৃত মুত্র নিঃসরণ।

সম্বন্ধ : এল সিরাম এবং ভাইপেরা সর্ববিষের মধ্যে বিশেষ সাদৃশ্য আছে।

তুলনীয় : পেলিয়াস, ল্যাকেসিস।

মাত্রা : গ্লিসারিন অথবা পরিশ্রুত জলে ইহার ক্রমগুলি প্রস্তুত করা হয়। হৃৎরোগ ১x হইতে ৩য় শক্তি, হঠাৎ মুত্রগ্রন্থির পীড়া দেখা দিলে উচ্চতর শক্তি ব্যবহার্য।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev