বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০২:২৪ অপরাহ্ন

সিফিলিনাম (Syphilinum)

আরোগ্য হোমিও হল / ২৪ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ১১:০৬ অপরাহ্ন
মার্কুরিয়াস হাইড্রোজিয়াম-Mercurius Hydragyrum
হোমিও বই

সিফিলিনাম (Syphilinum)

পনিচয় – সিফিলিস বিষ হইতে প্রস্তুত নোসোড ঔষধ।

ডা: ইউলিয়াম বরিক।

প্রাতে অতীব অবসন্নতা এবং স্নায়ুবিক দুর্বলতা। স্থান পরিবর্তনশীল। স্থান পরিবর্তনশীল বাত বেদনা। পুরতান উদ্ভেদ ও বাত রোগ। মীনবক্ষিকা। উপদংশজ পীড়া। সন্ধ্যা হইতে প্রাঃকাল পর্যন্ত বেদনা। বেদনা ধীরে ধীরে বাড়ে ও ধীরে ধীরে কমে। বংশানুক্রমিক মদ্য পানের প্রবৃত্তি। মুখ, নাসিকা, জননেন্দ্রিয় এবং চর্মে ক্ষত। একটার পর একটা ফোঁড়া উঠে

বায়ো কম্বিনেশন ২৫

মন : স্মৃতিশক্তির হ্রাস, কিন্ত রোগের পুর্ববতী সব কথা মনে থাকে। উদাসীন। মনে করে পাগল হইয়া যাইবে অথবা পক্ষাঘাতগ্রন্ত হইয়া পড়িবে। রাত্রি আসিলেই ভীত হইয়া পড়ে এবং নিদ্রাভঙ্গে অবসাদকর যাতনাকে ভয় করে। নিরাশ, আরোগ্য সম্ভন্ধে হতাশ।

মস্তক : শঙ্খদেশ হইতে অথবা চক্ষু হইতে পশ্চাদ্দিকে রেখাকার বেদনা। ঐ বেদানায় অনিদ্রা এবং রাত্রিকালে প্রলাপ বকে। চুল পড়িয়া যায়। মস্তকের অস্থিতে বেদনা। মনে হয় মাথার খুলি উড়িয়ে যাইবে। হতবুদ্ধিকর শিরঃপীড়া।

চক্ষু : কনীনিকার পুরাতন ও পুনঃপুনঃ প্রকাশিত মাস্তুগর্ভ-প্রদাহ। কনীনিকার উপরের উপত্বেকে ক্ষত এবং রক্তম্বুপুর্ণ ক্ষুদ্র ক্ষুদ্র ফোস্কা পুনঃপুনঃ প্রকাশ পায় তীব্র আলোকাতঙ্ক। প্রচুর অশ্রুপাত। চক্ষুর পাতা স্ফীত, রাত্রিকালে তীব্র বেদনা। অক্ষিপুটের পতন। ক্ষয় রোগত্নক উপতারাপ্রদাহ। একটি দ্রব্যের নীচে আর একটি দ্রব্য দেখে। চক্ষুর উপর দিয়া শীতল বাতাস বহিতেছে-এরুপ অনুভুতি (ফ্লুওরিক এসিড)।

অরও পড়ুন – কেন্ট ১৮ (চর্ম রোগে কার্যকর)

কর্ণ : কর্ণের ক্ষুদ্র অস্থিতে উপদংশজ ক্ষত।

নাসিকা : নাসিকা-অস্থি, কঠিন তালু ও ভেদক অস্থিতে ক্ষত, উহা ছিদ্র হইয়া যায়। পুতিনাস্য।

মুখগহ্বর : দাঁতগুলির মুলদেশ ক্ষয় হয়, দাঁতের কিনারাগুলি করাতের মত খাঁচকাটা, দাঁতগুলি ক্ষুদ্রকার। জিহ্বা লেপাবৃত, দাঁতগুলি ক্ষয়প্রাপ্ত, দাঁতগুলির মধ্যে লম্বা লম্বা ফাটা। ক্ষতে চিড়িকমারা ব্যথা ও জ্বালা। অত্যান্ত লালাস্রাব, নিদ্রাকালে মুখ দিয়া লালা পড়ে।

পাকস্থলী : সুরা পানে আকাঙ্কা।

সরলান্ত্র : সঙ্কোচনের জন্য ক্লান্তি বোধ করে। মলদ্বরে পিচকারী দিতে গেলে ব্যথা করে। গুহ্য ফাটা, গুহ্য নির্গমন।

হস্ত-পাদাদি : সায়টিকা, রাত্রে বৃদ্ধি এবং প্রাতঃকালে উপশম। স্কন্ধ ও ত্রিকোন পেশীর সংযোগস্থানে বাত বেদনা। বেদনায় ঘুরিয়া বেড়াইতে বাধ্য হয়। দীর্ঘাস্থিসমুহে ভীষণ বেদনা। পায়ের আঙ্গলের ফাঁকে ফাঁকে ছড়িয়া যাওয়ার মত এবং অরক্তিমতা (সাইলি)। বাত রোগ, পেশীগুলি জড়াইয়া শক্ত গাইটের মত হইয়া পড়ে। সর্বদা হাত ধোয়ার প্রবৃ্ত্তি। ক্ষত কিছুতেই আরোগ্য হয় না। মাংসপেশী গুটাইয়া শক্ত গোটায় পরিণত হয়।

আরও পড়ুন –  ডিম্বাশয় ক্যানসার

স্ত্রী-জননেন্দ্রিয় : ভগৌষ্ঠের উপর ক্ষত। প্রদরস্রাব, পাতলা, জলবৎ, ক্ষতকর তৎসহ ডিম্বাশয়ে তীক্ষ্ণ ছুড়িকাবিদ্ধবৎ বেদনা।

শ্বাসযন্ত্র : স্বরনাশ, গ্রীস্মকালে পুরাতন হাঁপানি, খস্ খস্ ও ঘড়ঘড় শব্দ (টার্পার এমোটিক)। রাত্রিকালে হৃৎপিণ্ডের মুলদেশ হইতে উর্ধ্বদিকের অগ্রভাগ পর্যন্ত বিদ্ধকর বেদনা।

চর্ম : লালাভ-পিঙ্গলবর্ণ উদ্ভেদ, তৎসহ বিশ্রী গন্ধ। নিরতিশয় শীর্ণতা।

সম্ভন্ধ : তুলনীয় – মার্ক, ক্যালি হাইড্রো, নাইট্রিক এসিড, অরম, এ্যালুমিনা।

উপচয় : উপশম – বৃদ্ধি – রাত্রিকালে, সূর্যাস্ত হইতে সূর্যোদয় পর্যন্ত, সমুদ্র তীরে, গ্রীস্মকালে।

উপশম : সমুদ্র হইতে দুরে স্থলভাগে, পর্বতোপরি, দিবোভাগে, ধীরে ধীরে চলিয়া বেড়াইলে।

মাত্রা : কেবলমাত্র উচ্চতম শক্তি, পুনঃপুনঃ প্রয়োগ করিবেন না।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev