বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০২:২৬ অপরাহ্ন

সালভিয়া অফিসিনেলিস (Salvia Offcinalis)

আরোগ্য হোমিও হল / ১৬ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪, ১১:১৭ অপরাহ্ন
ম্যাগ্নশিয়া ফসফোরিকা-Magnesia Phosphorica
হোমিও বই

সালভিয়া অফিসিনেলিস (Salvia Offcinalis)

চলতি নাম – সেগি (Sage)

ডা: ইউলিয়াম বরিক।

রক্ত সঞ্চালন ক্রিয়া দুর্বলীভূত হইয়া নিরতিশয় ঘর্ম হইতে থাকিলে, তাহা দমন করে।, যক্ষা রোগের নিশা-ঘর্ম ও শ্বাসরোধক সুড় সুড়িযুক্ত কাশিতে অনুরুপ উপযোগী নহে। অতিরিক্ত স্তনস্রাব। চর্মের উপরে উৎকর্ষসাধক ক্রিয়া প্রাকাশ করে।

বায়ো কম্বিনেশন ২৫

শ্বাসযন্ত্র : সুড় সুড়িযুক্ত কাশি বিশেষতঃ যক্ষা রোগগ্রস্তের।

চর্ম : দুর্বল রক্ত সঞ্চা ও শীতল হস্ত-পদসহ চর্ম কোমল ও শিথিল। ক্ষয়কর ঘর্ম নিঃসরণ

আরও পড়ুন – স্তন ক্যানসার

সম্ভন্ধ : তুলনীয় – ক্রাইসেন্থিনাম লিউক্যান্থিনাম – অক্স-আই , ডেইজি (ঘর্মস্রাবী গ্রন্থিসমুহের উপর বিশেষ ক্রিয়া। সাইপ্রিপেডিয়ামের ন্যায় স্নায়ু মণ্ডলকে শান্ত করে। চোয়ালের হাড়ে ও শঙ্খস্থানের দক্ষিণ দিকে ছিঁড়িয়া ফেলার ন্যায় বেদনা। দাঁত ও মাড়িতে বেদনা – স্পর্মে বৃদ্ধি, উত্তাপে উপশম। ক্রোধপ্রবণ ও অশ্রুপূর্ণ। এ ক্ষেত্রে ১২x শক্তি ব্যবহার করিবে। অনিদ্রা ও নৈশ-ঘর্ম। ক্ষয়কর ঘর্ম ও স্নায়ুমণ্ডলে বোধরাহিত্য। মুল অরিষ্ট স্থল মাত্রায় ব্যবহার্য)। ফেলাণ্ড্রিণ, টিউবারকুলিন, স্যালভিয়া স্ক্রেরেটা (স্নায়ু বিধানের উপর বলকারলণ ক্রিয়া মাত্রা – ১ চামচ ঔষধ ১ পাঁইন্ট গরম জলে মিশাইয়া ঘ্রাণ লওয়া ও গা মুছাইয়া দেওয়া (Sponging) কফিয়া টিস্কটোরাম – মাডার-প্লীহার ঔষধ ( সিয়ানোথোস)। রক্তহীনতা ও স্বল্পরজঃ। যক্ষা। রক্তে লোহিত কণিকার অভাব। পুষ্টির অভাব, প্লীহার রক্তক্লতা, মাত্রা – মুল অরিষ্টের ১০ ফোঁটা।

মাত্রা : মুল অরিষ্ট ২০ ফোঁটা মাত্রায় সামান্য জলে মিশিাইয়াঃ ঔষধ খাওয়ার দুই ঘন্টা পরে ক্রিয়া প্রকাশ পায় এবং উহা দুই হইতে ঝয় দিন স্থায়ী হয়।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev