সাইক্লোমেন (Cyclamen)
চলতি নাম – সো-ব্রেড (Sow-Bread)
ডা: ইউলিয়াম বরিক।
অত্যাধিক মাত্রায় ভয়ানক ভেদ, বমন, পরিপাকক্রিয়ার যোলযোগ, এবং অত্যান্ত লবণাক্ত লালসার সৃষ্টি করে। রক্তাপ্লতা এবং হরিৎপাণ্ডু পীড়া। জরায়ু রোগ পাকাশয় অন্ত্র ও জনেনিন্দ্রয় এবং মুত্রযন্ত সংক্রান্ত গোরযোগ সৃষ্টি করিয়া, রক্তহীনতার দ্বিতীয় অবস্থা ও নানাবিধ প্রতিক্রিয়া লক্ষণ আনয়ন করে। ঘুম ঘমু ভাব, বিমর্ষতা এবং অবসাদ। রাত্রিকালে ঘুমের মধ্যে কাশি। তাহাতে জাগরিত হয় না, বিশেষতঃ শিশুগণের পক্ষে (ক্যামো, নাইট্রিক এসিড)।
মস্তক : বিবেকের দংশন। কর্তব্য কার্যে অবহেলার জন্য দুঃ করে। বিষাদ, ক্রন্দন করিতে ও একাকী থাকিতে চায়। প্রাতঃকালে শিরঃপীড়া, তৎসহ চক্ষুর সম্মুখে ভাসমান বিন্দুসকল দেখে। হাঁচি, তৎসহ কানের মধ্যে চুলকানি। শিরঃঘুর্ণন মনে হয় বস্তসকল বৃক্তকারে ঘুরিতেছে, ঘরের মধ্যে উপশম, উন্মুক্ত বাতাসে বৃদ্ধি। একপাথিক শিরঃপীড়া। কর্ণে চুলকানিসহ পুনঃ পুনঃ হাঁচি।
চক্ষু : অস্পষ্ট দৃষ্টি, জাগরিত হইলে অধিক, তৎসহ চক্ষুর সম্মুখে গোল গোল দাগ দেখে। নানা বর্ণের ভাসমান বস্তু দেখে। বক্রদৃষ্টি, তৎসহ চক্ষু ভিতর দিকে আকৃষ্ট বোধ হয়। চক্ষুর সম্মুখে অসংখ্য তারকা দেখে। দীপ্তদৃষ্টি, পাকাশয়িক গোলযোগের সহিত দৃষ্টিশক্তির বিকার।
পাকস্থলী : আস্বাদ লবণের ন্যায়। হিক্কার ন্যায় উদ্গার চবিযুক্ত খাদ্য বৃদ্ধি। প্রতিবার কফি পানের উদরাময়, হিক্কা কয়েক গ্রাস আহারের পরেই ক্ষুধা থাকে না। মাংসে বিতৃষ্ণা, বিমেষতঃ শুকরমাংসে। লেমনেড লাইতে চায়। পিপাসা আদৌ থাকে না।
সরলান্ত্র : গুহা ও মুলাধারের চারিদিকে বেদনা, হাঁটিবার অথবা বসিবার সময়ে মনে হয় যেন কোন একটি স্থানে পুঁজ সঞ্চয় হইতেছে।
স্ত্রী-জননেন্দ্রিয় : ঋতুস্রাব, প্রচুর কাল, পর্দাযুক্ত, জমাটবাঁধা, নিয়মিত সময়ের পুর্বে, তৎসহ পৃষ্ঠদেশ হইতে ভগস্থান পর্যন্ত প্রসববেদনার ন্যায় বেদনা। চলাফেরা করিলে ঋতুস্রাব কম হয়। মাসিক ঋতুর বিশৃঙ্খলাসহ, আধকপাল মাথাথরা। তহাতে চোখে ধেখে না অথবা চক্ষুর সম্মুখেঅগ্নিফুলিঙ্গ দেখে। গর্ভকালে হিক্কা। প্রসবান্তিক রক্তস্রাব, তৎসহ শুল বেদনার ন্যায় নীচের দিকে চাপ দেওয়া বেদনা।, ঐ বেদনা এক ঝলক বাহির হইলে উপশম হয়। ঋতুস্রাবের পর, স্তনদ্বয় ফুলিয়া উঠ এবং দুধের মত স্রাব হ।
হস্ত-পাদাদি : দেহের যে সকল স্থনে অস্থির নিকট চামড়া আছে, তথায় বেদনা। গোড়ালিতে জ্বালাকর বেদনা। দক্ষিণ বৃদ্ধাঙ্গুলি ও তর্জনীতে খিলধরার ন্যায় সঙ্কোচন। অস্থিবেষ্টে বেদনা। পাদদারী।
চর্ম : যুবতীদিগের বায়ব্রণ, চুলকানি চুলকাইলে এবং ঋতুকালে উপশম হয়।
উপচয়, উপশম : বৃদ্ধি – খোলাবাতাসে, সন্ধ্যাকালে, বসিয়া থাকিলে, দাঁড়াইলে এবং শীতল জলে।
উপশম : ঋতকালে, ঘুরিয়া বেড়াইলে, আক্রান্ত স্থান ঘষিয়া দিলে, উষ্ণগৃহে এবং লেমনেড পানে।
সম্বন্ধ : এম্ব্রা, পালস, সিঙ্কোনা, ফের সিট এট চিন।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।