শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০২:৩২ অপরাহ্ন

সদ্ম্যেজাত শিশুর মল-মুত্র ত্যাগ না হওয়া

আরোগ্য হোমিও হল / ১৯৩ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ শনিবার, ২২ অক্টোবর, ২০২২, ৭:২৬ পূর্বাহ্ন

সদ্ম্যেজাত শিশুর মল-মুত্র ত্যাগ না হওয়া
পারিবারিক চিকিৎসা থেকে নেওয়া

এম ভট্রাচার্য্য

নবজাত শিশুর মল মূত্রত্যাগে অত্যাধিক বিলম্ব হইলে – বেলেডোনা ৩ শক্তি বা ওপিয়া ৬ ফলপ্রদ এবং হাত গরম করিয়া তাহার পেটে বুলাইলে উপকার দর্শে। শিশু ভুমিষ্ঠ হওয়া মাত্র তাহার মলমূত্র দ্বার অবরুদ্ধ আছে কিনা পরীক্ষা করিয়া দেখা দরকার। যদি মলদ্বার অনতিবিলম্বে উহার প্রতিকার করা বিধেয়।


ভূমিষ্ঠ হওয়ার পর কোন কোনও শিশুর মলত্যাগ হয় কিন্ত প্রস্রাব হয় না। প্রস্রাব না হইলে প্রথমে – অ্যাকোনাইট 3 শক্তি প্রয়োজন্য । অ্যাকোনাইট ব্যর্থ হলে – বেলেডোনা 6 শক্তি বা ক্যান্থারিস 3 প্রযোজ্য।

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।

 


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev