শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০১:১৫ পূর্বাহ্ন

ষ্ট্রিকনিয়া ফসফরিকা (Stycchia Phophorica)

আরোগ্য হোমিও হল / ১০ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ১১:০৪ অপরাহ্ন
ল্যাকন্যান্থিস-Lachnanthes
হোমিও বই

ষ্ট্রিকনিয়া ফসফরিকা (Stycchia Phophorica)

অপর নাম – ফসফেট অব ষ্ট্রিকনিন (Phosphate of Srychnin)

ডা: ইউলিয়াম বরিক

মস্তিস্কমাজ্জেয় বিধানের ভিতর দিয়া পেশীসমহের উপর ক্রয়া করে। এবং তজনিত স্পন্দন, আড়ষ্টতা, দুর্বলতা ও শক্তিহীনতা দেখা দেয়। নাড়ীর অনিয়মিতা উৎপাদন করিয়া রক্ত সঞ্চাললনের উপা ক্রিয়া হইতে মনের উপর ক্রিয়া করিয়া সংযমশক্তির অভাব, হাস্য করিবার অদম্য প্রবৃত্তি এবং বৃদ্ধিবৃত্তির প্রয়োগ করিতে অনিচ্ছা উৎপাদন করে। মাড়ী অত্যান্ত অনিয়মিত  হৃৎপিণ্ডের অস্বাভাবিক দ্রুত কার্য। দ্রুত ও দুর্বল নাড়ী। তাণ্ডব, হিষ্টিরিয়া এবং তরুণ জ্বরের পরবর্তী দুর্বলতায় উপযোগী।

আরও পড়ুন – কেন্ট ১৬ (পুরুষ যৌন দুর্বলতায় কার্যকর)

সঞ্চালনে লক্ষণ গুলির বৃদ্ধি এবং বিশ্রামে ও খোলা বাতাসে উপম্রম। মেরুদণ্ডের রক্তহীনতা, পক্ষাঘাত, মেরুদণ্ডের জ্বালা ব্যথা এবং দুর্বলতার উৎকৃষ্ট ঔষধ। বেদনা বক্ষের সম্মুখদিকে প্রসারিত হয়, পৃষ্ঠদেশের মধ্যেস্তানে চাপ দিলে বেদনা, পদ্বায় শীতল ও চটচটে ঘর্মযুক্ত, হস্তদ্বয় ও বগলে চট চটে ঘর্ম। বিবৃদ্ধ হৃৎপিণ্ডের সঙ্কোচন-প্রসারণজনিত ক্ষয় পুরণ করে এবং হৃৎক্রিয়ার উন্নতি করে, হৃৎপেশী সমুহের মেদাপকর্ষের গ্রান্তিক অবস্থা (রয়েল)।

মাত্রা : ৩য় বিচুর্ণ।

বায়ো কম্বিনেশন ২৫

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev