শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ১১:১৫ পূর্বাহ্ন

ষ্ট্রনশিয়া (Strontia)

আরোগ্য হোমিও হল / ৮ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৬:২৭ অপরাহ্ন
সিনেরেরিয়া - Cineraria
হোমিও বই

ষ্ট্রনশিয়া (Strontia)

অপর নাম–কার্বোনেট অব স্ট্রনশিয়া (Carbonate of Strontis)

ডা: ইউলিয়াম বরিক।

বাতবেদনা, পুরাতন মচকান ব্যথা, অন্ননালীর সঙ্কোচন। বেদনায় রোগীর মুর্ছা অথবা সর্বাঙ্গে বেদনা দেখা দেয়। অস্ত্রোপচারের পর অত্যধিক রক্ত, চোয়ান, শীতলতা এবং অবসন্নতা হইতে রক্তস্রাবের কুফলজনিত পুরাতন গাড়া। ধমনীর ঘনীভূতত্ত্ব। উচ্চ রক্তচাপ, মুখমণ্ডেলের রক্তিমাখা ধমনীসমূহের স্পন্দন ও সন্ন্যাস রোগের আশঙ্কা। অজ্ঞাতকারে ভীষণভাবে  চমকিয়া উঠে। অস্থির পীড়া, বিশেষতঃ ঊরুর অস্থির। রাত্রিতে অস্থিরতা, শ্বাসরোধ ভাব। অস্ত্রোপচারের পর মানসিক সঙ্ঘাত (Shock)। ঠাণ্ডায় অতীব স্পর্শকাতরতা।

বায়ো কম্বিনেশন ২৫

মস্তক- শিরঃপীড়া ও বমনভাবসহ শিরঃপূর্ণন। প্রসারণবৎ চাপ। ঘাড় হইতে বেদনা উপরদিকে উঠে, গরম কাপড় দিয়া বাঁধিয়া রাখিলে উপশম – সাইলি)। মুখমণ্ডলের রক্তিমাভা, ভয়ঙ্কর দপদপানি। চক্ষুর উপর ভাতে রায়ুশূল বেদনা, ধীরে ধীরে বাড়ে, ধীরে ধীরে কমে (ষ্ট্র্যানাম) । নাকে রক্তাক্ত মামড়ী পরে, মুখমণ্ডল লাল, জ্বালা করে, চুলকায়। নাকে চুলকানি, জ্বালা ও রক্তিমাভা।

চক্ষু- চক্ষুর জ্বালা ও আরক্তিমতা। চক্ষু সঞ্চালন করিলে বেদনা ও  অশ্রুস্রাব তৎসহ চক্ষুর পাতা নাচে এবং বস্তুসমূহের বিভিন্ন বর্ণ দেশে।

পাকস্থলী- ক্ষুধা লোপ, মাংসে স্পৃহা থাকে না, রুটি এবং  বিয়ার খাইতে চায়। খাদ্যবস্তু স্বাদহীন মনে হয়। আহারের পর  উদ্গার। হিক্কা, উহাতে বক্ষে ব্যথা লাগে, বুকরালা।

আরও পড়ুন – রুমেক্স ক্রিসপাস (Q -1X) হোমিওপ্যাথি মাদার টিংচার

উদরহ্বর – তলপেটে খোঁচান ব্যথা। উদরাময়, রাত্রিতে বৃদ্ধি, অবিরত মলবেগ, প্রাতঃকালে উপশম। মলত্যাগের পর বহুক্ষণ  জ্বালা থাকে  (র‍্যার্টান)। উপরে অস্বস্তিকর পূর্ণতা ও স্ফীতি।

হস্ত-পদাদি— সায়েটিকা, তৎসহ পদগুলুসন্ধির স্ফীতি। দক্ষিণ স্কদ্ধে বাতজ বেদনা। বাতের সহিত উদরাময়। অস্থি মজ্জায় খোঁচান বাধা। গায়ের ডিমে ও গোড়ালিতে পিলধরা। পুরাতন আক্ষেপ রোগ, বিশেষ ভাবে ভলফসন্ধিতে। শোথবৎ স্ফীতি। পদদ্বয় শীতল। বাতজ ব্যথা বিশেষতঃ সন্ধিসমুহে। হাতের শিরাসমুহের রক্তধিক্য।

 জ্বর- উভাগ, তৎসহ গাত্রাবরণ খুলিতে চায় না।

চর্ম- -ভিজা, চুলকানিযুক্ত, জ্বালাকর উদ্ভেদ, খোলা বাতাসে উপশম, বিশেষতঃ উপ্তত সর্যালোকে। গুলফসন্ধির মচকান ব্যথা ও স্ফীতি।

রাত্রিকালে এখন চুলকানি।

আরও পড়ুন – রাস টক্সিকোডেনড্রন হোমিওপ্যাথি মাদার টিংচার

উপচয়, উপশম — উপশম –গরম জলে স্নান করিলে।

বৃদ্ধি– আবহাওয়ার পরিবর্তনে, চুপ করিয়া থাকিলে, নড়াচড়া আরম্ভ করিলে। অত্যন্ত শীত-কাতরতা ।

সমন্ধ — তুলনীয় — আণিকা, রুটা, সাইলি, ব্যারাইটা কার্ব, কার্বো, ষ্ট্রানশিয়া, আয়োড (ধমনীর ঘনীভূতত্ব): ষ্ট্রানশিয়া ব্রোম (ব্রোমাইডের লক্ষণ প্রকাশ গাইলে অনেক ক্ষেত্রে উৎকৃষ্ট ফল পাওয়া যায়। গর্ভাবস্থায় বমন। স্নায়বিক দুর্বলতাহেতু অগ্নিমান্দ্য। উদরে অত্যধিক অম্ল সঞ্চয় এবং উৎসেচক ক্রিয়া দেখা দিলে ইহা তাহার উপশম করে)। ষ্ট্রানশিয়া নাইট্রিক ( অস্বাস্থ্যকর জিনিস খাইতে ইচ্ছা, শিরঃপীড়া এবং কানের পশ্চাতে একজিমা)।

মাত্রা – ৬ষ্ঠ বিচূর্ণ এবং ৩০শ শক্তি।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev