শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ১২:৩২ অপরাহ্ন

ষ্টিলেরিয়া মেডিকা (Stellaria Media)

আরোগ্য হোমিও হল / ৮ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ৫:৫৯ অপরাহ্ন
সিনেরেরিয়া - Cineraria
হোমিও বই

ষ্টিলেরিয়া মেডিকা (Stellaria Media)

চলতি নাম – চিকউইড (Chck weed)

ডা: ইউলিয়াম বরিক।

রক্ত সঞ্চালনে ব্যথা, রক্তসঞ্চয় এবং যাবতীয় যান্ত্রিক ক্রিয়ার মন্থর গতি উৎপাদনে করে। প্রাতঃকারীন বৃদ্ধি। তীব্র স্থানপরিবর্তনশীল বাতবেদনা সর্বাঙ্গে প্রকাশ পায়। বাতরোগ দেহের প্রত্যেক অংশে বেদনা, সন্ধিগুলির আড়ষ্টতা, আক্রান্ত  স্থানে স্পর্শ করিলে বেদনা, সঞ্চালনে বৃদ্ধি। স্থানপরিবর্তনশীল বেদনা (পালস, ক্যালি সালফ)। বির্চচিকা, অনুলিসন্ধি সন্ধিবাতাক্রান্ত, স্ফীত এবং প্রদাহিত।

বায়ো কম্বিনেশন ২৫

মস্তক : সাধারণভাবে উত্তেজনা প্রবণাত। আলস্য, কাজ-কর্মে অনিচ্ছা। চক্ষুদয়ে খোঁচামারা বেদনা ও জ্বলা মনে হয় চক্ষুদ্বয় বাহির হইয়া পড়িয়াছে। কপালে অপ্রবল বেদনা, প্রাতঃকালে বৃদ্ধি এবং বাম পার্শে বৃদ্ধি, তৎসহ নিদ্রাবল্য। গলার পেশগুলি কঠিন ও বেদনাম্বিত। মনে হয় চক্ষু বাহির হইয়া পড়িয়াছে।

উদরগহ্বর : যকৃৎ বধিত, স্ফীত, তৎসহ খেঁচামারা বেদনা এবং স্পর্শ করতরতা। কাদার বর্ণ মল। যকৃতের ক্রিয়াহীনতা। কোষ্ঠবদ্ধতা অথবা পর্যয়ক্রমে কোষ্ঠবদ্ধতা ও উদরাময়।

হস্ত-পাদাদি : দেহের বিভিন্ন অংশে বাতবেদনা, পৃষ্ঠর নিন্মাংশে, মুত্রগ্রন্থির উপরে ও নিতম্বদেশে তীব্র বেদনা।, ঐ বেদনা উদরুদেশ পর্যন্ত বিস্তৃত হয়। স্কন্ধদ্বয়ে ও বাহতে বেদনা। জানু-প্রদাহ। খেঁতলীনবৎ অনুভুতি। পয়ের ডিমে বাত বেদনা।

আরও পড়ুন – ইউরেনিয়াম নাইট্রিকাম ৪X (ক্ষয়, দুর্বলতায় কার্যকর)

উপচয়, উপশম : বৃদ্ধি- প্রাতে, উত্তাপে এবং ধুমপানে।

উপশম : সন্ধ্যাকলে, শীতল বাতাসে ও সঞ্চালনে।

সম্বন্ধ –তুলনীয়- পালস, (বাত বেদনায় অনুরুপ। বেদনা- পরিবর্তনশীল, বিশ্রমের ও উত্তাপে বৃদ্ধি, শীতল বাতাসে উপশম)।

মাত্রা : মুল অরিষ্ট- বাহিক ভাবে। আক্রান্তরিকভাবে ২X শক্তি।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev