শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৯:২৬ পূর্বাহ্ন

ষ্টিকা (Sticta)

আরোগ্য হোমিও হল / ১৩ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৮:২৬ অপরাহ্ন
ল্যাকন্যান্থিস-Lachnanthes
হোমিও বই

ষ্টিকা (Sticta)

চলিত নাম- লাংওয়ার্ট (Lungwort)

ডা:  ইউলিয়াম বরিক

সদি, বায়ুনলীর সর্দি, ইনফ্লুয়েঞ্জা,তৎসহ স্নায়বিক ও বতজ উপদ্রব  লক্ষণ। সর্দি হইলে সর্বাঙ্গীণ নিস্তেজ ভাব ও অসুস্থতা যা ক্রোধ দেখা দেয়, কপালে রুক্ষ, অপ্রবল চাপ ও সর্দিজ গুরুমণ্ডল প্রদাহ প্রভৃতি উপস্থিত হয়। গ্রীবাদেশের বা কঠিনতা।

মন- মনে হয় যেন, বায়ুর উপর ভাগিতেছে (ডাটুয়া আর্বোরিয়া, ল্যকে ক্যানি)। চিন্তাসমূহ গোলমাল হইয়া যায়, রোগী অবিরত কথা বলিয়া চলে।

মস্তক- অগ্রবল শিরঃপীড়া, তৎসহ কপালে বিশেষতঃ নাসিকাসমুহে চাপ বোধ। সর্দিস্রাব আরম্ভ হইবার পূর্বেই সর্দিজ শিরঃপীড়া দেখা দেয়। চক্ষুতে জ্বালা, চক্ষুগোলকে বেদনা। মনে যেন, মস্তক-ত্বক এক ছোট গিয়াছে। চক্ষুপাতার জ্বালা।

বায়ো কম্বিনেশন ২৫

নাসিকা– নাসিকামূলে পূর্ণতা বোধ (নাক্স) । শীর্ণতা বোধসহ নাসিকার প্রদাহ (ক্যালকেরিয়া  ফ্লুর)। নাসিকা ঝিল্লীর শুস্কতা। অবিরত নাক ঝড়িবার ইচ্ছা অথচ কোন প্রকার স্রাব নির্গত হয় না। নাকে শুক সামড়ি পড়ে, বিশেষতঃ সন্ধ্যা ও রাত্রিকালে। প্রতিশ্যার লক্ষপ স্বর, অবিরত হাঁচি (স্যাবাডিলা)।

স্ত্রী-জনন্দ্রিয় : স্লপ দুগ্ধ  নিঃসরণ।

উদরগহ্বর :—উদরাময়, প্রচুর ফেনাযুক্ত মল, প্রাতে বৃদ্ধি। মুত্র বধিত, তৎসহ মুত্রাশয়ে টাটানি ও ব্যথা।

শ্বাসযন্ত্র – পলদেশ টানটান, নাসিকার পশ্চাৎবন্ধ্র শ্লেমা নিঃসৃত হয়। রাতে শুষ্ক থক থকে কাশি বৃদ্ধি। কন্ঠনঙ্গী-প্রদাহ, উহাতে  শ্লোম্মাস্রাব সাহায্য করে। প্রাতঃকালে সরল কাশি। বক্ষের মধ্য দিয়া বক্ষাস্থি হইতে বক্ষাস্থি অইতে মেরুদণ্ড পর্যন্ত বেদনা। হামের পরবর্তী কাশি (ম্যাঙ্গুই), সন্ধ্যার দিকে এবং ক্লান্ত হইলে বদ্ধি।  বক্ষাস্থির ডানদিক হইতে নীচে উদরগহ্বর পর্যন্ত দপদপানি বোধ।

আরও পড়ুন –  কোলেষ্টেরিনাম ৩x (পাথরী, পিত্তথলির ক্যান্সার)

হস্ত-পাদাদি : দক্ষিণ স্কন্ধপেশী এবং বাহুর দ্বিমুণ্ড পেশীতে বাতবেদনা। সন্ধিসমুহের স্ফীতি,  উপত্তাপ ও আরক্তিমতা। আক্রান্ত সন্ধির উপর স্থাননে স্থানে স্ফীতি ও লাগবর্ণ দাগ। তীব্র এবং আকৃঞ্চনবৎ বেদনা, তান্ডব রোগের ন্যায় আক্ষেপ, মনে হয় যেন পদদ্বয় শূন্যে ভাসিতেছে। গৃহকত্রীদের জানুসন্ধি প্রদাহ (রাস টক্স, ক্যালি, হাইড্রে, স্ন্যাগ)। হাঁটুতে চিড়িকমারা বেদনা সন্ধি ও পাশ্ববতী পেশীসমুহ লালবর্ণ স্ফীত ও বেনদনান্বিত। সর্দি আক্রমণের পূর্বে বাত বেদনা।

উপচয়, উপশম – হঠাৎ বায়তাপের পরিবর্তনে বৃদ্ধি।

সম্ভন্ধ – তুলনীয়- ভাটুরা আর্বোরিয়া- বু-বুগ্মেন্সিয়া  ক্যাণ্ডিডা (চিন্তায় মনঃসংযোগ করিতে পারে না, মাথার ভিতর সহস্র সমস্যা ও বড় বড় কল্পনা ভাসিয়া বেড়ায়। ভাসিয়া বেড়ানর মত অনুভুতি, যেন মস্তিস্কের বাহিরেও নানা কল্পনা ভাসিয়া বেড়াইতেছে। শিরঃপীড়া, বুকজ্বালা। পাকাশয়ের উর্ধ্বাংশে হৎপিন্ডের নিকট জ্বলা, উহা অন্ননলী পর্যন্ত প্রসারিত হয় এবং সংঞ্চোন বোধ জন্মায়। যকৃৎস্থানে উত্তাপ এবং পুর্ণতা বোধ)। সিট্রেরিয়া-আইসল্যাণ্ডের শেওলা (পুরাতন উদরাময়, যক্ষ্ণা, রক্ত কাশি। বায়ূনলীতে অতিরিক্ত শ্লেম্মাসঞ্চয়, সর্দি প্রভৃতি রোগে ইহার কৃাথ ও দুধের সহিত সিদ্ধ করিয়া ব্যবহার করা হয়, উহা সর্দিনিঃসারক এবং পুষ্টিকর)। আরও তুলনী – ইরিঞ্জয়া, ড্রসেরা, ষ্টিলিজিয়া, রুমেক্স, স্যাম্বুকাস।

মাত্রা : মুল অরিষ্ট হইতে ৬ ষ্ঠ শক্তি।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev