শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ১১:৫৮ পূর্বাহ্ন

ষ্টার্কুলিয়া (Sterculia)

আরোগ্য হোমিও হল / ৮ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ৫:৩০ অপরাহ্ন
সিনেরেরিয়া - Cineraria
হোমিও বই

ষ্টার্কুলিয়া (Sterculia)

চলতি নাম – কোলা-নাট (Kola-Nut)

ডা: ইউলিয়াম বরিক।

স্নায়বিক দৌর্বল্য। রক্তসঞ্চালন নিয়মিত করে। বলকারক এবং উদরাময় নাশক ঔষধ। হৃদক্রিয়া নিয়মিত করে এবং মুত্রাধিক্য ঘটায়। দুর্বল হৃদপিণ্ড। ইহা একটি মদ্য পান অভ্যাস ত্যাগের ঔষধ। ইহাতে ক্ষুধ্য ও জীর্ণশক্তি বাড়িয় এবং মদ্য পানের প্রবৃত্তি কমাইয়া দেয়। হাঁপানি খাদ্য গ্রহন না করিয়া অথবা ক্লান্তি বোধ না করিয়া দীর্ঘকাল পরিশ্রম করিবার শক্তি প্রধান করে।

সমন্ধ : কোকা।

মাত্রা : ৩ হইতে ১০ বিন্দু, এমনকি ১ ড্রাম মাত্রায় কিনে ৩ বার ব্যবহার্য।

বায়ো কম্বিনেশন ২৫

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev