বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৪:২২ অপরাহ্ন

“শ্বেতকুষ্ঠ” রোগ বা ধবল

আরোগ্য হোমিও হল / ২১৯ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বুধবার, ২ নভেম্বর, ২০২২, ৪:৪২ পূর্বাহ্ন

“শ্বেতকুষ্ঠ” রোগ বা ধবল”
পারিবারিক চিকিৎসা থেকে নেওয়া

ডা: এম ভট্রাচার্য্য

শ্বেতকুষ্ঠ রোগ বা ধবল : অবল (Leucoderma) : অনেকে ইহাকে “শ্বেতকুষ্ঠ” ও বলিয়া থাকেন, কিন্ত বস্তত: ইহা “কুষ্ঠ” বা কোন প্রকার চর্ম্মরোগ নহে, সুতারাং রোগীকে স্বতন্ত্র রাখা ঘৃণা করা সঙ্গত নহে। বস্তত: চর্ম্ম স্বাভাবিক কর্ণের (Pinment) উপাদান-বিকৃতি বা অভাব হেতু কাহারও চর্ম্ম দুধের মতা সাদা দেখাইলে আমরা উহাকে “ধবল” বলিয়া থাকি। যদিও ইহার নিদানত্ত্ব অধ্যাপি স্থিরীকৃত হয় নাই, তথাপি শিশুর সর্ব্বাঙ্গীণ বা স্নায়ুবিক দুর্ব্বলতাই যে ইহার প্রধান কারণ তদ্বিষয়ে অণুমাত্র ও সংশয় নাই। সাধারণত: আট বৎসরের মক বয়স্ক শিশুদেরই এই পীড়া হইতে দেখা যায়।

মুখমণ্ডল, গ্রীবাদেশ, হস্ত বা বক্ষের উপর প্রথমে ক্ষুদ্র ক্ষুদ্র সাদা দাগ প্রকাশ পায়, ক্রমে এই দাগগুলি চাকা চাকা মত হয়, অবশেষে এই চাকাগুলি ধীরে ধীরে জুড়িয়া কতকটা ফোস্কার মত দেখায়। শিশুর সর্ব্বাঙ্গীণ স্বাস্থ্য ও স্নায়ুমণ্ডলের উপর যে সমস্ত ঔষধ কার্য্য করে সেই সমস্ত ঔষধই এই রোগে ফলপ্রদ-চম্মেরোগের ঔষধ প্রয়োগে কোন ফল হয় না। আর্সেনিক অ্যালবাম 3০ বা আর্সেনিক আয়োড 6x বিচুর্ণ কয়েক সপ্তাহ ব্যবহার করিলে রোগ ক্রমশ: নিরাময় হইয়া থাকে, কিন্ত আর্সে-সালফ-ফ্লোভম 6x প্রয়োগে অধিকতর উপকার পাওয়া যায় বলিয়া আমাদের অভিজ্ঞতা। দীর্ঘ কাল আর্সেনিক প্রয়োগেও কোন ফল পাওয়া না গেলে বিশষত: (বুক ধড়ফড় করা, শ্বাস-প্রশ্বাসের ব্যাঘাত প্রভতি অবসন্নতা জ্ঞাপনক লক্ষণে)- ফস্ফোরাস 6 শক্তি প্রয়োগে অনেক স্থণে উপকার পাওয়া যায়। শুইয়অ থাকিলে আরাম বোধ, অনিদ্রা (বিশেষত: রাত্রি তিনটার পর) মানসিক অবসন্নতা, স্মৃতিশক্তি লোপ প্রভৃতি লক্ষণে-জিঙ্ক ফস 1x-3x বিচুর্ণ। হিষ্টিরিয়া গ্রস্তা যবিতীদিগের ধবল রোগে-ইগ্নেসিয়া 6 শক্তি উপযোগী। সালফার 3০ শক্তি, থুজা 6 শক্তি, ক্যাল্কেরিয়া কার্ব্ব 3০ শক্তি, ক্যাক্লেরিয়া ফস 6x, বিচুর্ণ, অ্যান্টিম টার্ট 6 শক্তি, নাইট্রিক অ্যাসিড 6 শক্তি, এক্স-রে 3০ শক্তি, জিঙ্কাম 6 শক্তি ও রাস-টক্স 6 শক্তি সময় সময় উপযোগী। উল্লিখিত ঔষধাতি দ্বারা রোগ সম্পূর্ণরুপে নিরাময় হওয়ার সম্ভবনা সমধিক।

দুগ্ধ, কডলিভার ওয়েল, পেট্রোলিয়াম ইমালশন, সুপক পুষ্টিকার ফল ও অন্যান্য পুষ্টিকার খাদ্য যাহাতে স্নায়ুর পুষ্টিসাধন ও রক্ত উৎপাদন করে, এইরুপ খাওয়া এবং স্বাস্থ্যকর পার্ব্বত্য প্রদেশে বা সমুদ্রতীরে বায়ু-পরিবর্ত্তন উপকারী। সর্ব্বাঙ্গে গঙ্গা-মৃত্তিকা লেপন ও গঙ্গা স্নানে উপকার হয়। মিষ্টান্ন, আচার প্রভৃতি অম্ল ও সে সমস্ত খাদ্য পরিপাক কার্য্যর ব্যাঘাত ঘটায় তাহা না খাওয়ায় ভালো।

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev