শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ০৮:০৫ অপরাহ্ন

 শিশুর শীর্ণতা রোগ

আরোগ্য হোমিও হল / ২৪৩ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ শনিবার, ২২ অক্টোবর, ২০২২, ৭:৪৮ পূর্বাহ্ন

 শিশু শীর্ণতা রোগ
পারিবারিক চিকিৎসা থেকে নেওয়া

ডা: এম ভট্রাচার্য্য

শীর্ণতা : শিশু দিন দিন শুখাইয়া খাইতে থাকে, তার ওজন বাড়ে না খাবার পরেও দিন দিন আরো শুকাইয়া যাইতে থাকিলে- সালফার 30 -2০০ শক্তি, ক্যাল্কেরিয়া ফস 3x 6x বিচুর্ণ, অ্যাসিড নাইট্রিকাম 6 শক্তি, ক্যাল্কেরিয়া কার্ব্ব 30 শক্তি, অ্যাব্রোটেনাম 6 বা 2০০ শক্তি, আয়োড 3০ শক্তি, নেট্রাম মিউর 30 শক্তি, সাইলিসিয়া 6 বা 30 প্রভৃতি ঔষধ উপকারী।

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev