বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১০:৫৬ পূর্বাহ্ন

শিশুর শূল বেদনা

আরোগ্য হোমিও হল / ২৫৮ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ শনিবার, ২২ অক্টোবর, ২০২২, ৭:৩৬ পূর্বাহ্ন

শূল বেদনা
পারিবারিক চিকিৎসা থেকে নেওয়া
ডা : এম ভট্রাচার্য্য

শিশুরা নাভিপ্রদেশে থাকিয়া থাকিয়া অতীব কষ্টকর মোচড়ান বা কামড়ানোর নাম “ শূল বেদনা”। অম্লবরফ খারাপ দুধ, বেশী গুড় ভক্ষণ, ক্রিমির আক্রমণ প্রভৃতি কারণে এই বেদনা ইহয়া থাকে।

ইহা বহুবিধ যথা-
১/ আহারের তিন-চার ঘন্টা পর বায়ু-শূল, পিত্ত-শূল প্রভৃতি ও গলা জ্বালা এবং পেট ভয়ানক বেদনার নাম “অম্লশূল”। রোগ কিছু পুরাতন আকার ধারণ করিলে টক-বমন হয় না, কেবল পেটে দারুণ বেদনা উপস্থিত হয়। পালসেটিলা 6 শক্তি, নাক্স ভমিকা 3 শক্তি, কলোসিন্থ 6 শক্তি, ডায়োস্কোরিয়া 3 শক্তি, অ্যাসিড সালফ 3x প্রভৃতি ঔষধ।

২/ পেটে বায়ু সঞ্চিত হইয়া আবদ্ধ থাকা হেতু বিষম বেদনা উপস্থিত হয়, ইহাকে “বায়ু-শূল” কহে। অ্যালিউমিনা 30, প্লাম্বাম 30 শক্তি, বেলেডোনা 3 শক্তি, ক্যামোমিলা 6 শক্তি, কলোসিন্থ 6 শক্তি, নাক্স ভমিকা 3 শক্তি, চায়না 6 শক্তি ইহার প্রধান ঔষধ।

৩/ যকৃৎ হইতে ছোট ছোট পিত্তের কুচি অন্ত্রে নামিলে যকৃৎ প্রদেশে বিষম ব্যথা ও তিক্ত পিত্ত বমন হওয়ার নাম “পিত্ত-শূল”। ব্রাইয়োনিয়া 3 শক্তি , কার্ব্বোরিস Q, নাক্স ভমিকা 3 শক্তি, চায়না 3 শক্তি, ইপিকাক 3x শক্তি প্রভৃতি উপকারী।

৪/ দীর্ঘকাল যাবত সীসক ব্যবহারজনিত পেটে, বুকে ও বাহুদ্বয়ে প্রবল বেদনাক্রমণের নামই “সীস-শূল”। ওপিয়াম 1x-3x শক্তি, অ্যালিউমিনা 30 শক্তি ও প্লাম্বাম 30 শক্তি সেবন এবং পেটে গরম জলের সেঁক উপাকরী।
৫/ ক্রিমিজনিত বেদনা, সিনা 2x শক্তি বা সেন্টোনাইন 1x বিচুর্ণ ফলপ্রদ।

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev