বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৮:৫৩ অপরাহ্ন

শিশুর মুখমণ্ডলে ঘা

আরোগ্য হোমিও হল / ২৪২ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ শনিবার, ২৯ অক্টোবর, ২০২২, ৫:২৩ পূর্বাহ্ন

শিশুর  মুখমণ্ডলে ঘা
গ্রন্থি-প্রদাহ
পারিবারিক চিকিৎসা থেকে নেওয়া

ডা :এম ভট্রাচার্য্য

মুখমণ্ডলে ঘা : শিশুর মুখমণ্ডলে ছোট ছোট সাদা ফুস্কুড়ি প্রায়ই জন্মাইতে দেখা যায়। প্রথমে গালে, পরে কপালে এবং কখনও কখনও সর্ব্বাঙ্গে এইরুপ ফুস্কুড়ি জন্মে। কিছুদিনের মধ্যে ফুস্কুড়ি রং কাল হয় এবং ফাটিয়া যায়, ফাটিয়া যাইবার পর হলদে মামড়ি পড়ে। ভাইওলা ট্রাইকলার 3 শক্তি ইহার উৎকৃষ্ট ঔষধ। ইহাতে উপকার না হইলে রাস টক্স 6 শক্তি প্রযোজ্য। রাস টক্স প্রয়োগে কখনও কখনও প্রদাহাদিও বৃদ্ধি হয়, এইরুপ অবস্থায় দুই-একদিন ঔষধ বন্ধ রাখা সঙ্গত। মুখ-গহ্বরে ফুস্কুড়ি বা ঘা হইলে – বোরাক্স 3x চুর্ণ দেওয়া যাবে। ওষ্ঠে ও মুখে ফুস্কুড়ি, জিহ্বার প্রান্তভাগ লেপাবৃত, মধ্যভাগ লাল রেখাঙ্কিত, মুখে দুর্গন্ধ, অত্যান্ত অস্থিরতা, সবুজবর্ণেও তরল ভেদ লক্ষণে আর্সেনিক 6 শক্তি। দন্তোদ্গমকালীন মুখে ঘা, মুখে ও মাথায় ঘাম, ভুক্তদ্রবোর কণাবিশিষ্ট কঠিন মল ও পায়ে পাতা শীতল লক্ষণে ক্যাল্কেরিয়া কার্ব্ব ৩০ শক্তি। জিহ্বা স্ফীত ও প্রদাহযুক্ত, দন্তমূলে ক্ষত এবং তজন্য রক্তস্রাব, মুখে পচা গন্ধ, মুখ দিয়া প্রচুর পরিমাণে লালাস্রাব, আমাশয়ের ন্যয় শ্লেম্মাযুক্ত তরল ভেদ লক্ষণে মার্ক সল ৬ শক্তি।

মুখের সমুদয় অংশেই ফুস্কুড়ি ও পচা গন্ধ, মুখ হইতে ক্ষতকর লালস্রাব লক্ষণে- অ্যাসিড নাইট্রিক 6 শক্তি, পিতামাতার পারদ দোষ হেতু সন্তানের ঐরুপ ফুস্কুড়ি হইলে ইহা বিশেষ উপযোগী। শ্বেত বর্ণেল লেপাবৃত্ত জিহ্বা, মুকে বড় বড় ফুস্কুড়ি মুখদিয়া রক্তমিশ্রিত লালা নি:সরণ, ভিজা গঁদের ন্যায়, আঠা আঠা ভেদ, গুহ্যদ্বারের চারিপার্শ্বে ফুস্কুড়ি ও নিদ্রার ব্যাগাত লক্ষণে- সালফার 3০ শক্তি। কোষ্ঠকাঠিন্য থাকিলে- লাইকোপডিয়াম। মুখের ঘা কৃষ্ণবর্ণ ও ঠাণ্ডা হইয়া পচিতে আরম্ভ করিলে ডা: হার্টম্যান সিকেলি 3 প্রয়োগের পরামর্শ দেন। ভাল মধু আঙ্গুলে মাখাইয়া শিশুর মুখের ভিতরকার ঘায়ে লাগাইলে উপকার হয়।

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev