বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ

শিশুর পেট কামড়ানি

আরোগ্য হোমিও হল / ২৩৪ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ সোমবার, ৩১ অক্টোবর, ২০২২, ৫:৫৬ অপরাহ্ন

শিশুর পেট কামড়ানি
পারিবারিক চিকিৎসা থেকে নেওয়া
ডা: এম ভট্রাচায্য

শিশুর পেট কামড়ানি : মাতার আহারের দোষ, শিশুর অধিক পরিমাণে দুগ্ধাদি পান, ঠান্ডা লাগা বা ক্রিমির জন্য পেট কামড়াইতে পারে। পেট কামড়াইলে শিশু থাকিয়া থাকিয়া কাঁদিয়া উঠে। উদর স্ফীত ও শক্ত হয়, সে কারণে শিশু অস্থির হইয়া পড়ে এবং হাঁটু গুটাইয়া পেটের দিকে রাখিতে চায় বা কেবণ কোলে উঠিয়া বেড়াইতে চায়।

সবুজবর্ণের পাতলা ভেদ এবং হাত-পা শীতল লক্ষণে – ক্যামোমিলা 12 শক্তি। “বাহ্যে” করিবার চেষ্টা করে, কিন্ত মল বাহির না হইয়া বায়ু নি:রসণ হইলে (বা খুব কম মল বাহির হইলে) ও ক্রিমি বর্ত্তমান থাকিলে – সিনা 3x উপকারী। প্রত্যহ ঠিক একই সময়ে পেট কামড়ানি হইলে – চায়না 6 শক্তি। পচা টক গন্ধযুক্ত সজুজবর্ণের তরল অথবা সিদ্ধি-গোলাকার ন্যায় ভেদ, নাভির চারিধারে মামড়ান, বমনেচ্ছা বা বমন লক্ষণে – ইপিকাক 3 শক্তি। মলবোধ হেতু পেট কামড়াইলে বা নাভির উপরিভাগ কামড়াইলে – নাক্স ভমিকা 3০। দন্তোদমকালে কলেবার ন্যায় ভেদ ও তৎসহ তড়কা লক্ষণে – ক্যাম্ফার মনেব্রোম 3x উপকারী।

 

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইক – কমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev