নিউমোনিয়া
পারিবারিক চিকিৎসা থেকে নেওয়া
ডা: এম ভট্রাচায্য
নিউমোনিয়া : ফসফুস-প্রদাহসহ কখনও কখনও বায়ুনলী প্রদাহ বর্ত্তমান থাকে, তখন ইহাকে “ব্রঙ্কো-নিউমোনিয়া” বলে। এ রোগটিতে প্রথমে সর্দি-কাশির মতো সাধারণ উপসর্গ দেখা যায়, পরে মারাত্মক আকার ধারণ করে।
শীতের সময়ে শিশুর শ্বাসকষ্ট ও নিউমোনিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়। নিউমোনিয়া একটি মারাত্মক রোগ। এ রোগ আক্রান্তপারে যে কোনো বয়সেই। বিশেষ করে তবে শিশুদের বেশি হয়। নিউমোনিয়ায় আক্রান্ত হলে শিশুর শিশুর জীবন সংকটাপন্ন হয়ে উঠতে পারে।
নিমোনিয়ার বিশেষ লক্ষণ : প্রথমে জ্বর ও ক্লান্তি অনুভব করা, শরীরে মাত্রাতিরিক্ত ঘাম ও কাশি থাকে, শ্বাস-প্রশ্বাস নিতে কষ্ট, বুকব্যথা ও শরীরে কাঁপুনি থাকে, রোগীর মাথাব্যথা ও শরীরের মাংসপেশি ব্যথা করে, খাওয়ার প্রতি অরুচি ও বমি বমি ভাব থাকবে।
চিকিৎসা : তরুণ পীড়ায় – ফেরাম ফস 6x ও ফসফরাস 6 উৎকৃষ্ট ঔষধ। কিছু কাল রোগে ভুগিয়া যক্ষ্মাকাস হইবার সম্ভবনায় – ব্যাসিলিনাম 3০-2০০ শক্তি (সপ্তাহে একমাত্রা) প্রযোজ্য।
আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইক – কমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।