শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০২:৪১ পূর্বাহ্ন

শিশুর তড়কা বা খেঁচুনি

আরোগ্য হোমিও হল / ২১২ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বুধবার, ২ নভেম্বর, ২০২২, ৬:২৮ পূর্বাহ্ন

শিশুর তড়কা বা খেঁচুনি
পারিবারিক চিকিৎসা থেকে নেওয়া

ডা: এম ভট্রাচার্য্য

শিশুর তড়কা বা খেঁচুনি : শৈশবাবস্থায় স্নায়ুমণ্ডলের ক্রিয়া সহজেই ইত্তেজিত হয় বলিয়া এই পীড়ার লক্ষণ মৃগী ও হিষ্টিরিয়ার লক্ষণবৎ। যে কোনও তরল প্রদাহজনিত জ্বরের সুচনায় যথা, ব্রঙ্কো-নিউমোনিয়া, হাম বসন্ত, ডিপথিরিয়া, হুপিং-কাশি ইত্যাদিতে তড়কা হইতে পারে। এতদ্বাতীত দাঁত উঠিবার সময় হাম বা বসন্ত সম্পূর্ণরুপে গাত্র বাহির না হইলে উচ্চ স্থান হইতে হঠাৎ পড়িয়া গেলে এবং ক্রিমিদোষ বা পাকাশয়ের গোলযোগাদি হেতু এই পীড়া ঘটিতে পারে। চক্ষু ও মখমণ্ডল লালবর্ণ, চক্ষুতারা বিস্তৃত, মস্তক উত্তপ্ত, চমকাইয়া উঠা বা লাফাইয়া উঠা লক্ষণে – বেলেডোনা 6 শক্তি। মুখমণ্ডল মলিন, উত্তপ্ত এবং স্ফীত, সমুদয় শরীরে কম্প, গোঁ গোঁ বা ঘড় ঘড় শব্দ। উর্দ্ধনেত্রে নিস্পন্দভাবে অবস্থান এবং কোষ্ঠকাঠিন্য লক্ষণে- ওপিয়াম 3০ শক্তি। দাঁত উঠিবার সময়ে তড়কা হইলে – ক্যামোমিলা 6 শক্তি। হাম বা বসন্ত সম্পূর্ণরুপে বাহির না হওয়ার দরুণ তড়কায় – জিঙ্কাম 6 বা ষ্ট্র্যামো 6 শক্তি উপযোগী।

গুরুপাক দ্রব্য ভোজন জনিত তড়কা হইলে, প্রথমে – নাক্স ভমিকা 6 শক্তি প্রযোজ্য। তিন-বারিবার নাক্স ভমিকা সেবনে কোনও উপকার না হলে গরম পানির সহিত পিচকারী দ্বারা মলত্যাগ করান বিধেয়। ক্রিমিজনিত আক্ষেপ সিনা 3x-2০০ শক্তি, প্রবণ জ্বরসহ দেহ পশ্চাদ্ভগে বাঁকিয়া পড়িলে – ভিরেট্রাম-ভিরিডি ৩x। চর্মপীড়ায় কণ্ডু বসিয়া যাইবার পর তড়কায় সালফার 3০ শক্তি। কিউপ্রাম 6, এপিস 6, অ্যান্ডিম টার্ট 6, জিঙ্কাম 6 বা আর্সেনিক 6 সময় সময় প্রয়োজন হয়। গরম পানিতে শিশুর পা ডুবাইয়া সঙ্গে সঙ্গে মাথায় ধীরে ধীওে ঠাণ্ডা পানি দিতে থাকিলে অনেক সময় উপকার হয়।

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev