মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৮:২১ পূর্বাহ্ন

শিশুর উদরাময় বা ডায়রিয়া

আরোগ্য হোমিও হল / ১৯২ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২, ৫:৫৩ অপরাহ্ন

শিশুর উদরাময়

পারিবারিক চিকিৎসা থেকে নেওয়া

ডা: এম ভট্রাচার্য্য

উদরাময়: গুরুপাক দ্রব্য ভোজন, ক্রিমি বা দন্তোদগম প্রভৃতি কারণে শিুশুদের উদরাময় হয়ে থাকে। ঠাণ্ডা লাগিয়া উদরাময় ও তৎসহ শ্লেম্মা বর্ত্তমানে – অ্যাকোনাইট 3X শক্তি প্রযোজ্য। গুরুপাক দ্রব্য আহারে – পালসেটিলা 6 শক্তি। দাঁত উঠিবার সময় অথবা সর্দ্দি লাগিয়া উদরাময় হইলে (বিশেষত: শিশুর স্বভাব খিট খিটে হইলে)-ক্যামোমিরা 6 শক্তি। উদরাময়ের সঙ্গে বমন বা বমনেচ্ছা থাকিলে – ইপিকাক 6X শক্তি। পেট ফাঁপা হেতু ব্যথা, নাভীর নীচে তলপেটে কামড়ান, মুখ ফ্যাকাসে ও কম্পন লক্ষণে – পালসেটিলা 3০ শক্তি, পেট কামড়ান হেতু সম্মুখদিকে বাঁকিয়া পড়িলে – কলোসিন্থ 6 শক্তি। পেট ব্যথায় শিশু অস্থিও হইয়া পড়িলে এবং তাহার কারণ নিরুপণ করিতে না পারিলে – ম্যাগ্নেসিয়া-ফস 12X বিচুর্ণ (গরম জলসহ) সেবন উপকারী। অম্ল গন্ধ বিশিষ্ট আঠা বা ফেনাযুক্ত অধিক পরিমাণে মল নি:সরণ এবং সেই সঙ্গে পেট কামড়ানি লক্ষণে – মিউম 3 শক্তি, (বিশেষত: দন্তোদগমকালে)। কাদার ন্যায় ভেদ ও পিপাসা থাকিলে – মার্কিউরিয়াস ভালসিল 6 শক্তি। আমময় ভেদ ও সেই সঙ্গে রক্ত থাকিলে – মার্ক কর 6 শক্তি। চাউল ধোয়া জলের ন্যায় ভেদে – ভিরেট্রাম অ্যাম্বাম 6 শক্তি। ক্যাল্কেরিয়া কার্ব্ব 3০ শক্তি, চায়না 6 শক্তি, কার্ব্বো ভেজ 3০ শক্তি সময় সময় প্রয়োজন হয়। পুরাতন উদরাময়ে আর্সনিক 3০ শক্তি, সালফার 3০ শক্তি।

গীস্মকালে শিশু-উদরাময় শঙ্কাজনক। খুব সাবধানে ইহার চিকিৎসা করা কর্ত্তব্য। এক প্রকার উদ্ভিদানূ নাকি এই পীড়ায় মুখ্য কারণ। রোগীর ভেদমধ্যে ইহা দুষ্ট হয়। মাছি দ্বারা রোগ সংক্রমিত হয়। যাহাতে শিশুর হাতে, মুখে বা গায়ে মাছি বসিতে না পারে, তৎপ্রতি বৃষ্টি রাখ আবশ্যক।

আরোগ্য হোমিও হল এডমিন :  এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev