বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৩:৩০ অপরাহ্ন

শিশুর হাঁপানি রোগ

আরোগ্য হোমিও হল / ২৪১ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ শনিবার, ২২ অক্টোবর, ২০২২, ৫:৪৮ পূর্বাহ্ন

শিশুর হাঁপানি
পারিবারিক চিকিৎসা থেকে নেওয়া
ডা: এম ভট্রাচার্য্য

শিশুর কয়েক দিন ধরেই সর্দি লেগে আছে। প্রায় সময়ই কান্নাকাটি করছে । অনেক সময় কাশতে কাশতে বমিও করছে। মায়ের দুধ খেতে টানতে পারছেনা। দুধ খাওয়া সময় ঘড় ঘড় শব্দ করছে।

বিশেষ করে শীতকালে শিশুদের বিভিন্ন ধরনের রোগ আক্রমণ করে । বিশেষ করে শিশুরা হাঁপানি রোগে কষ্ট পায় । তাপমাত্রা কমে গেলে শ্বাসতন্ত্র সহ্য করতে পারে না। এতে করে সর্দি, কাশি এবং শ্বাসকষ্ট হয়। ঘুমানোর পর নিঃশ্বাস ভারি হয়ে ওঠে। ঘড়ঘড় করে আওয়াজও হয়। একটু ঠান্ডা লাগলেই তাদের সর্দি বা কাশি হয়ে যেতে পারে। অনেক সময় কাশতে কাশতে বমিও করছে। হাঁপানিতে রূপ নেয়। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বড়দের মতো না। অল্পতেই শিশুদের ঠান্ডা লাগিয়া বিভিন্ন রোগ-ব্যাধি হতে পারে। এজন্য শিশুদে নিতে হবে বাড়তি যত্ন।

আরও পড়ুন – আর ৪৩ (হাঁপানি ড্রপ)

হাঁপানি : বহুদিন সর্দ্দি-কাসি প্রভৃতিতে ভুগিলে শিশুর হাঁপানি হবার সম্ভবানা থাকে। এ সব লক্ষণে ইপিকাক 3x-6 শক্তি, লোবেরিয়া 3x, আর্সেনিক 3-30 শক্তি, সেনেগা Q ইহার উৎকৃষ্ঠ ঔষধ।

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “ লাইক – কমেন্ “ করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev