রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:৫২ পূর্বাহ্ন

শিশুর মেরুমজ্জায় জলসঞ্চয়

আরোগ্য হোমিও হল / ২৫৯ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২, ৭:০৯ পূর্বাহ্ন

মেরুমজ্জায় জলসঞ্চয় হেতু বিভাজিত-মেরু
পারিবারিক চিকিৎসা থেকে নেওয়া
ডা :এম ভট্রাচার্য্য

মেরুমজ্জায় জলসঞ্চয় হেতু বিভাজিত-মেরু (Spinal Bifida) গর্ভাবস্থায় মেরু প্রাণালী (Spinal canal) মধ্যে জলসঞ্চয় হইলে সদ্যজাত শিশুর ঐ রোগক্রান্ত স্থানটি টিউমারবৎ ফুলিয়া উঠে এবং শিরদাঁড়ার আক্রান্ত অস্থি অসম্পূর্ণতা নিবন্ধন “ফাক” দেখায়, ইহার নাম “ভিভাজিত মেরু”।

 

ক্যাল্কেরিয়া ফস 6x বিচুর্ণ বিভাজিত মেরুর উৎকৃষ্ট ঔষধ এবং এপিস মেল 3 শক্তি সেবন ও বাহ্য প্রযোগ দ্বারা টিউমারে উপকার হয়। ব্যাসিলিয়াম 2০০ শক্তি, ব্রাইয়োনিয়া 3 শক্তি, সালফার 3০ শক্তি, সাইলিসিয়া 3০ শক্তি, আর্সেনিক 6 শক্তি, লাইকোপডিয়াম 3০ শক্তি, ক্যাল্কেরিয়া কার্ব্ব 3 শক্তি প্রভতি ঔষধ এবং অন্ত্র-চিকিৎসারও সময় সময় প্রয়োজন।

 

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev