বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০২:০৭ অপরাহ্ন

ল্যামিয়াম-Lamium

আরোগ্য হোমিও হল / ৮ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ৭:২১ অপরাহ্ন
ম্যাগ্নশিয়া ফসফোরিকা-Magnesia Phosphorica
হোমিও বই

ল্যামিয়াম (Lamium)

অপর নাম – সাদা বিছুটি (White Nettle)

ডা: ইউলিয়াম বরিক।

স্ত্রীজাতি ও মুত্রগন্ত্রের উপর বিশেষ ক্রিয়া দর্শে। শিরঃপীড়া, তৎসহ মাথা সম্মুখ ও পশ্চাৎ দিকে নড়িতে থাকে। প্রদরস্রাব, ঋতুস্রাব নিয়মিত সময়ের পূর্বে এবং সামান্য মাত্র। অর্শ রোগ, মল শক্ত, রক্তমিশ্রিত। মুত্র পথে যেন এক ফোঁটা জল চলিয়া বেড়াইতেছে এরুপ অনুভুতি। হাতে পায়ে ছিঁড়িয়া ফেলার ন্যায় যাতনা। রক্তোৎকাশ। সামান্য ঘষা লগিলেই গোড়ালিতে ফোস্কা জন্মে। গোড়ালিতে ক্ষত (সেপা)।

আরও পড়ুন – অ্যামেনিয়াম কার্ব ৩x (রোগীর মহুর্ষ অবস্থায় কার্যকরী)

মাত্রা : ৩য় শক্তি।

বায়ো কম্বিনেশন ২৫ (অম্লতা, পেট ফাঁপা ও বদহজম)

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev