ল্যাক্ ডিফ্লোরেটাম (Lac Defioratum)
চলতি নাম – মাখনতোলা দুধ ( Skimmed Milk)
ডা: ইউলিয়াম বরিক।
যে সকল রোগে, পরিপেষণক্রিয়ার বিশৃঙ্খলা এবং সবমন শিরঃপীড়া, তৎসহ বেদনাকালে প্রচুর মুত্রপাত লক্ষণ থাকে, তাহাতে উপযোগী ঔষধ। মাড়ী চড়িলে বমন।
মস্তক : হতাশ, প্রাতঃকালে নিদ্রাভঙ্গে শিরঃপীড়া কপালে আরম্ভ হইয়া মস্তকের পশ্চাৎ পর্যন্ত বিস্তৃত হয়। তীব্র দপদপানি, তৎসহ বমি বমিভাব বমন, দৃষ্টিলোপ এবং প্রবল কোষ্ঠবদ্ধতা শিরঃপীড়া গোলমালে, আলোকে চলাফেরা করিলে, ঋতুকালে বৃ্দ্ধিপ্রাপ্ত হয়, তৎসহ অতিশয় অবসাদ থাকে। চাপ দিলে ও কষিয়া বাঁধিলে উপশম হয়।
মল : কোষ্ঠবদ্ধতা। মল শক্ত, বৃহদাকার, অনেক কোঁথ দেওয়ার পর নির্গত হয়। গুহ্যদেশে বেদনা ও টাটানি।
সম্বন্ধ : তুলনীয় – কলোষ্ট্রাম (শিশুদের উদরাময়, সারা দেহে অম্লগন্ধ, শূল্যেথা), নিট্রাম মিউর।
মাত্রা : ৬ষ্ঠ হইতে ৩০শ শক্তি ও তদুর্ধ্ব শক্তি।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।