ল্যাকেসিস লেঙ্কিওলেটাস (Lachesis Lanchiolatus)
অপর নাম – বোথ্রপস লেঙ্কিওল্যাটাস (Bothrops Lanchiolatus)
চলতি নাম – পীত সর্প (Yellw Viper)
ডা: ইউলিয়াম বরিক।
এই সর্পবিষে অতি শীঘ্রই রক্ত জমাট বাঁধে (ল্যাকেসিস)। সুতারাং এই ঔষধের লক্ষণাবলীর মধ্যে আমরা থ্রম্বাসিস এবং অনুরুপ অবস্থা যথা অর্ধাঙ্গের পক্ষাঘাত, বাকরোধ, কথার জড়তা প্রভৃতি দেখিতে পাইব। রোগা ভগ্ন-স্বাস্থ্য রক্তস্রাব প্রবণ। পচন অবস্থা। অতীব অবসাদ এবং আলস্য শরীরের প্রত্যেকটি দ্বার হইতে রক্তস্রাব কাল কাল দাগ অর্ধাঙ্গের পক্ষাঘাতের সহি বাকরোধ। জিহ্বায় কোন রোগ নাই কিন্ত কথা বলিতে পারে না। স্নায়বিক কম্পন। দক্ষিণ পায়ের বৃদ্ধাঙ্গুলিতে বেদনা। লক্ষণগুলি আড়াআড়ি ভাবে প্রকাশ পায়। ফুসফুসে রক্তসঞ্চয়।
চক্ষু : অক্ষিপটে, রক্তস্রাব জন্য তিমিরদৃষ্টি এবং দৃষ্টিহীনতা। অর্ধদৃষ্টি। দিবাদ্ধতা, সুর্যোদয়ের পর আর পথ দেখিতে পায় না। চক্ষুর শুক্রমণ্ডলে রক্তস্রাব।
মখমণ্ডল : স্ফীত, যেন বায়ুপূর্ণ। অর্থহীন দৃষ্টি।
গলদেশ : লাল, শুস্ক, সঞ্চুচিত, গিলিতে কষ্ট হয়, তরল দ্রব্য গিলিতে পারে না।
পাকস্থলী : উদরের্ধে যাতনা, কালবর্ণের বমি, প্রবল রক্তবমন। পেট ফাঁপা এবং রক্তাক্ত মল।
চর্ম : ভিতরে রক্তস্রাবহেতু চর্ম স্ফীত, উজ্জল এবং শীতল। পচা ক্ষত। লসিকাগ্রন্থিসমুহ স্ফীত। দৃষ্টব্রণ (Anthrax), সাংঘাতিক বিষর্প রোগ।
উপচয়, উপশম : দক্ষিণ পার্শ্বে রোগ বৃদ্ধি।
সমবন্ধ : তুলনীয় – টক্সিলোফিস (মোক্কাসিন সর্প) এই সর্পে কামড়াইলে প্রতি বৎসর নিদিষ্টকালে বেদনা ও জ্বর ফিরিয়া ফিরিয়া আসে। কখন কখন প্রাথমিক লক্ষণগুলি চালিয়া গেলে, রোগ স্থান পরিবর্তন করে। এই সর্পে কামড়াইলে চর্ম অস্বাভাবিক ভাবে শুস্ক হইয়া পড়ে। কোন অঙ্গ ফুলে এবং সেই স্থানে সাময়িক ভাবে স্নায়ুশল দেথা দেয়। বেদনা দেহের একস্থান হইতে অন্যস্থানে চলিয়া বেড়ায়।
আরও তুলনীয় : অন্যান্য সর্ববিষ, ল্যাকেসিস। ট্রাকিনাস (অপর নাম স্টিংফিস, অসহ্য বেদনা, ফুলা, তরল রক্ত-বিষাক্ততা, গ্যাংগ্রিন)।
মাত্রা : ৬ষ্ট হইতে ৩০শ শক্তি পর্যন্ত।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।