বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০২:২৬ অপরাহ্ন

লোলিয়াম টেলুলেন্টাম-Lolium Temulentum

আরোগ্য হোমিও হল / ৭ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১১:০২ অপরাহ্ন
ম্যাগ্নশিয়া ফসফোরিকা-Magnesia Phosphorica
হোমিও বই

লোলিয়াম টেলুলেন্টাম (Lolium Temulentum)

চলতি নাম – ডার্ণেল (Darnel)

ডা: ইউলিয়াম বরিক।

শীরঃপীড়া, সায়েটিকা, পক্ষাঘাত রোগে ব্যবহৃত হইয়াছে। অবসাদ ও অস্থিরতা।

মস্তক : উদ্বেগ, অবসাদ এবং বিভ্রান্তি। শিরঃঘুর্ণন, চক্ষু মুদিয়া থাকিতে বাধ্য হয়। মাথায় ভার বোধ, কর্ণনাদ।

পাকস্থলী : বমি বমিভাব ও বমন। পাকাশয়গ্রহ্বর ও উদরগহ্বর বেদনা। তীব্র ভেদ।

অরও পড়ুন অ্যাডাল-৩৯ (সায়াটিকা, বাত ব্যথা)

হস্ত-পাদাদি : পদক্ষেপ অসংযত। সর্বাঙ্গে কম্পন। নিন্মাশাখার শক্তিহীনতা। পায়ের ডিমে ভয়ানক বেদনা-যেন দড়ি দিয়া বাঁধিয়া রাখিয়াছে। নিন্মশাখা শীতল। বাহু ও পদদ্বয়ের আক্ষেপিক সঞ্চালন। লিখিতে পারে না। জলের গ্লাস ধরিতে পারে না। পক্ষাঘাত রোগে হস্ত কম্পন।

সম্বন্ধ : তুলনীয় – সিকেলি, ল্যাথাইরাস, এ্যাষ্ট্রাগ।

মাত্রা : ৬ষ্ঠ শক্তি।

বায়ো কম্বিনেশন ২৫ (অম্লতা, পেট ফাঁপা ও বদহজম)

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev