বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০২:৪৩ অপরাহ্ন

র‌্যানানকিউলাস কল্বোবাসাস-Ranunculus Bulbosus

আরোগ্য হোমিও হল / ৭ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫, ১১:২২ অপরাহ্ন
ম্যাগ্নশিয়া ফসফোরিকা-Magnesia Phosphorica
হোমিও বই

র‌্যানানকিউলাস কল্বোবাসাস (Ranunculus Bulbosus)

চলতি নাম – বাটারকাপ (Buttretrcup)

চলতি নাম – ডা: উইলিয়াম বরিক।

পৈশিক তন্ত্রসমুহ এবং চর্মের উপর বিশেষ ক্রিয়া। বক্ষ-প্রাচীরের উপর ক্রিয়া প্রকাশ করিয়া পার্শ্ববেদনা প্রভৃতি উৎপন্ন করে। মদ্য পানের মন্দ ফল, মদাতায়। আক্ষেপজনক হিক্কা। বক্ষে জল সঞ্চয়। সর্বাঙ্গে শিহরণ। বায়ু এবং স্পর্শে অত্যানুভুতি। পুরাতন সায়েটিকা।

বায়ো কম্বিনেশন ২৫

মস্কক : কপালে ও চক্ষুতে উত্তেজনা সৃষ্টিকারী বেদনা। মস্কক-ত্বকে পোকা হাাঁটার ন্যায় অনুভুতি। কপালের ভিতর হইতে বাহিরদিকে চাপ দেওয়ার ন্যায় বেদনা।

চক্ষু : দিবাদ্ধতা, চক্ষুর সম্মুখে কয়াশার ন্যায় দেখে। চক্ষুতে চাপ বোধ ও যন্ত্রণা, যেন চক্ষে ধোঁয়া লাগিয়াছে। দক্ষিণ চক্ষুর উপরে বেদনা, দাঁড়াইলে ও চালিয়া বেড়াইলে উপশম। কনীনিকার উপর দশ্রুবৎ পীড়কা। কনীনিকায় ফোস্কা, তাহাতে অত্যান্ত জ্বালা, আলোকাতঙ্ক ও অশ্রুস্রাব।

আরও পড়ুন – চোখে ছানির জন্য বায়োকেমিক ঔষধ

বক্ষদেশ : নানাপ্রকার যাতনা ও টাটানি ব্যথা, যেন বক্ষান্থি, পাঁজরা পাঁজরার মধ্যেস্থ অংশ এবং উভয় কুক্ষিদেশ থেঁতলাইয়া গিয়াছে। পাঁজরার মধ্যেস্থলে বাত। খোলা বাতাসে ভ্রমণকালে বক্ষে শীত বোধ। বক্ষে খেঁচামারা বেদনা, দুই স্কন্ধস্থির মধ্যে খোঁচামারা বেদনা, নিঃশ্বাস গ্রহণ করিলে এবং চলিলে বৃদ্ধি। বক্ষে বাতবেদনা, যেন ত্বকের মধ্যে ক্ষত হইয়াছে। তলপেটে চাপ দিলে অসহ্য বোধ হয়। দই স্কন্ধের নিন্মদিকে পৈশিক বেদনা। বসিয়া বসিয়া কোন করাজ করিলে দেহের স্থানে স্থানে জ্বালা।

চর্ম : জ্বালা এবং ভয়ানক চুলকানি, স্পর্শে বৃদ্ধি। শক্ত শক্ত উপমাংস। দশ্রুবৎ ফুস্কুড়ি, তাহাতে অত্যান্ত চুলকানি। হাতের তালুতে ফোস্কার ন্যায় উদ্ভেদ। কড়াসমুহে স্পর্শকাতরতা। ত্বকে শৃঙ্গের ন্যায় উদ্ভেদ। আঙ্গলের ডগা ও করতল ফাটা। ফোস্কাকার ও পুঁজযুক্ত পীড়কা।

উপচয় : উপশম -বৃদ্ধি – খোলা বাতাসে, চলাফেরা করিলে, স্পর্শে, আবহাওয়ার পরিবর্তনে, ঝড় জল হইলে, সন্ধ্যাকালে ঠাণ্ডা বাতাসে নানাপ্রকার উপদ্রবের সৃষ্টি করে।

আরও পড়ুন – এন – ৬৫ (চুলকানী যুক্ত চর্মরোগে কার্যকর)

সম্বন্ধ : পুর্বে বা পরে খাটেনা – সালফার, ষ্ট্যাফিস,।

তুলনীয় : র‌্যানান এক্রিস (শরীর নোয়াইলে বা ঘুরাইতে গেলে কটিদেশে ও সন্ধিস্থলে বেদনা)। র‌্যানান গ্লেসিয়ালিস – রেগিুয়ার ফ্লাওয়ার কালিনা – (ফুসফুসের আক্রান্তি, ব্রঙ্কোনিউমোরিয়াযুক্ত ইনফ্লুয়েঞ্জা, মস্তকে অত্যান্ত ভার বোধ, তৎসহ শিরঃঘুর্ণন, আসন্ন সন্যাস রোগের ন্যায় অনুভুতি, নিশা-ঘর্ম, বিমেষতঃ উরুদেশে)। র‌্যানান রিপেন্স – (রাত্রিকালে শয়নাবস্থায় কপালে ও মস্কক-ত্বকে পোকা হাঁটার ন্যায় সুড় সুড়ি)। র‌্যানান ফ্যাম্মুলা (ক্ষত, বাহুতে পচা ক্ষত)।  আরও তুলনীয় – ব্রায়ো, ক্রোটন, মেজের, ইউফবিয়া।

দোষঘ্ন : ব্রায়ো, ক্যাম্ফার, রাস।

মাত্রা : মদাত্যয় অবস্থায় মুল অরিষ্ট ১০ হইতে ৩০ বিন্দ। সাধারণতঃ ৩য় হইতে ৩০শ শক্তি। পুরাতন সায়েটিকা রোগে মুল অরিষ্ট, আক্রান্ত পায়ের গোড়ালিতে লাগাইয়া দিবে (এম, জোসেট)।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev