বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০১:২৩ অপরাহ্ন

র‌্যাটানহিয়া-Ratanhia

আরোগ্য হোমিও হল / ১২ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫, ৮:২২ অপরাহ্ন
ম্যাগ্নশিয়া ফসফোরিকা-Magnesia Phosphorica
হোমিও বই

র‌্যাটানহিয়া-Ratanhia-homoeopathic materia medica

চলতি নাম – ক্র্যামেরিয়া মাপাটা (Krameria Mapato)

ডা: উইলিয়াম বরিক।

গুহ্যদেশ সম্বন্ধীয় লক্ষণগুলিই বিশেষ মুল্যবান এবং বিশেষভাবে রোগীদেহে পরীক্ষিত। ইহা নাসিকার দিকের চক্ষুর কোণে জাত ত্রিকোণাকর শ্লৈম্মিক ঝিল্লীর রোগ (Pterygium) আরোগ্য করিয়াছে। প্রবল হিক্কা। স্তনবৃত্ত ফাটা ফাটা (গ্র্যাফাই, ইউপে এবো)। ক্ষুদ্র ক্রিমি।

বায়ো কম্বিনেশন ২৫

মস্কক : মলত্যাগের পর এবং মস্তক সম্মুখদিকে অবনত করিয়া বসিলে ফাটিয়া যাওয়ার ন্যায় ব্যথা। মনে হয় যেন, নাক হইতে মস্তক-শীর্ষ পর্যন্ত চামড়া বিস্তৃত হইয়া পড়িতেছে।

পাকস্থলী : পাকস্থলীতে ছুরি দিয়া কাটার ন্যায় বেদনা।

আরও পড়ুন – এইচ আর – ২৩ (অর্শ্ব রোগে কার্যকর)

সরলান্ত্র : যেন কতগুলি ভাঙ্গা কাঁচ দ্বারা পুর্ণ রহিয়াছে-এইরুপ যন্ত্রণা মলত্যাগের পর বহুক্ষণ যাবৎ গুহ্যদ্বারে বেদনা ও জ্বালা করে। গুহ্যদেশে শুস্ক উত্তাপ, মধ্যে মধ্যে ছুরি দিয়া বিদ্ধ করার ন্যায় দেদনা। মল অনেক কোঁথ দিয়া নির্গত করিতে হয়, অর্শবলি বাহির হইয়া পড়ে। গুহ্যদেশে ফাটা ফাটা, তৎসহ অত্যান্ত সঙ্কোচন বোধ, আগুনের মত জ্বালা, অর্শবলিতেও অনুরুপ জ্বালা। ঠাণ্ডা জলে সাময়িকভাবে উপশম হয়। দুর্গন্ধযুক্ত পাতলা উদরাময়, মল জ্বালাকর, মলত্যাগের পূর্বে ও পরে জ্বালাকর বেদনা। গুহ্যদ্বার পথে রস চুয়াইয়া পড়ে। ছোট ক্রিমি (স্যান্টোনাইন, টিউক্রি, স্পাইজে)। গুহ্যদ্বরে চুলকানি।

আরও পড়ুন – রেক্টালিন (Ractilin) অর্শ রোগের জন্য

সম্বন্ধ : তুলনীয় – পিওনিয়া, ক্রোটন (গুহ্যদেশের স্নায়ুশূল), স্যাঙ্গুেইনে নাইট্রেট (গুহ্যদ্বারে পীড়া), ম্যাকুনা প্রুবেন্স-ডলিকস। জ্বালাকর অর্শ অর্শবলি জন্মানর প্রবণতা। সিলিকো-স্যালফোক্যঅলসাইট অব এলুমিনা, স্ল্যাগ- লৌহপিণ্ড দ্রবকারী চুল্লীর ছোট (গুহ্যদ্বারের চুলকানি, অর্শ রোগ এবং কোষ্ঠবদ্ধতা, গৃহকত্রীদের হাঁটু ব্যথা, উদরে বায়ু সঞ্চয় ও স্ফীতি, কটিবাত। লাইকো সদৃশ ঔষধ।

মাত্রা : ৩য় হইতে ৬ষ্ঠ শক্তি। ইহার মলম ব্যাহিকভাবে প্রয়োগ করায় বহুপ্রকার গুহ্যদ্বরের রোগে বিশেষ উপকার পাওয়া যায়।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev