র্যাক্স নং – ১১৪ (মেরাসমাস)
RAX NO -114
মেরাসমাস (Abrotanum Comp.)
ক্যাটাগিরি : পকিস্তানি কম্বিনেশন হোমিওপ্যাথিক ঔষধ।
প্রস্তুতপ্রণালী : কেন্ট ফার্মকোপিয়া অনুযায়ী প্রস্তুত করা হয়েছে।
র্যাক্স – ১১৪ ঔষধের মিশ্রণ : Abrotanum 6C. Calc Carb 30C. Calc Phos 6C. Gentiana 6C. Iodum 6C. Nat Mur 6C.
র্যাক্স – ১১৪ ঔষধের লক্ষণ : খাদ্য পরিশোধন অভাব, ভাল খাবারের পরেও মেরাসমাস, পেটের পোকা, ক্ষুধামান্দ্য, ওজন হ্রাস, কোঁচকানো চামড়া, চোখের বলিরেখা, পাতালা রোগা, ফ্যাকাশে মুখ, এ্যামোমিয়া, বয়স এবং উচ্চতার জন্য শরীর খুবই দুর্বল। র্যাক্স – ১১৪ এই ঔষধটি মেরাসমাস এর জন্য খুবই ভালো প্রতিষেধক।
র্যাক্স – ১১৪ ঔষধের সেবন বিধি : প্রাপ্তবয়স্ক ব্যাক্তি ২০ ফোঁটা, শিশুরা ১০ ফোঁটা ঔষধ একঢোক পানির সাথে মিশিয়ে প্রতি চার ঘন্টা পর পর সেবন করতে হবে। কিছু উন্নতি হলে প্রতিদিন সকাল-দুপুর-রাতে সেবন করুণ অথবা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে সেবন করুন।
বিশেষে দ্রষ্টব্য : চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন ঔষধ খাবেন না এতে শারীরিক ও মানুষিক ক্ষতি হতে পারে। ঔষধ সেবনে পুর্বে একজন রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ। লক্ষণগুলি অব্যাহত থাকলে, আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করুন।
বিশেষ সর্তকর্তা : গর্ভবতী মহিলারা রেজিষ্টর্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ সেবন সম্পন্ন নিষেধ।
পার্শ্ব প্রতিক্রিয়া : র্যাক্স – ১১৪ সেবনে এখুন পর্যন্ত কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেখা দেয়নি। তার পরেও যদি কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তা হলে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ গ্রহন করুন।
র্যাক্স – ১১৪ ঔষধের সর্তকতা : সুগন্ধ-দুরগন্ধ থেকে দুরে,আলো বাতাস থেকে দুরে, শিতল ও শুস্ক স্থানে, শিশুদের নাগালের বাহিরে রাখুন।
আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।