শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৬:০১ পূর্বাহ্ন

র‌্যাক্স নং- ৯ (ইনফ্লুয়েঞ্জা)

আরোগ্য হোমিও হল / ২২১ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২, ৬:১২ পূর্বাহ্ন

র‌্যাক্স নং- ৯ (ইনফ্লুয়েঞ্জা)
RAX NO – 9 (Kali Iod Comp)

মিশ্রণ : Kali Iod 6C. Euphrasia 30C. Ferr Phos 6C. Gelsemium 30C Hydrastis 30C. Kali Bich 30C.

র‌্যাক্স নং- ৯ (ইনফ্লুয়েঞ্জা) : আবহাওয়া পরিবর্তনের কারণে ইনফ্লুয়েঞ্জা, ঠান্ডা এবং ফ্লু, নাক অথবা চোখ হইতে মৃদ্যু এবং তিক্ততা ক্ষরণ হওয়া, হাঁচি, সর্দি, সংক্রমণ এবং নাক বন্ধ হওয়া। গলায় ঘা সহ ইনফ্লুয়েঞ্জা, শরীরে অনবরত ব্যাথা এবং অল্প জ্বর। র‌্যাক্স নং ৯ ইনফ্লুয়েঞ্জা এবং উপসর্গেও জন্য খুবই কার্যকরী।

সেবন বিধি : প্রাপ্ত বয়স্কারা ২০ ফোঁটা, শিশুরা ১০ ফোঁটা প্রতি চার ঘন্টা পর পর সামান্য পরিমাণ পানির সাথে মিশিয়ে সেবন অথবা রোজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। বিশেষ করে গর্ভবতী মহিলারা চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ।

পার্শ্বপ্রতিক্রিয়া : RAX NO – 9 সেবনে এখুন পর্যন্ত কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেখা দেয়নি। তার পরেও যদি কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় তা হলে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ গ্রহন করুন।

সংরক্ষণ : আলো-বাতাস থেকে দূরে , শীতল-শুস্কস্থানে ও শিশুদের নাগালের বাইরে রাখুন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev