শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১১:৫৫ অপরাহ্ন

র‌্যাক্স নং- ৯৩ (স্যাকরাম পেইন) হোমিওপ্যাথিক কম্বিনেশন ঔষধ

আরোগ্য হোমিও হল / ২৪৯ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২, ৭:০৯ পূর্বাহ্ন

র‌্যাক্স নং- ৯৩ (স্যাকরাম পেইন)

RAX NO – 93 (Cale Phos Comp)

র‌্যাক্স নং- ৯৩ ঔষধ  মিশ্রণ :  Calc Phos 30c. Calc fiuor 30c. Causticum 30c. Chamomila 30c. Nux mosch 30c. Rhux tox 30c.

প্রস্তুত প্রণালী : পাকিস্তানী কম্বিনেশন হোমিওপ্যাথি ঔষধ।

র‌্যাক্স নং- ৯৩ স্যাকরাম পেইনের লক্ষণ : পিঠের নিন্ম ভাগের নার্ভ শক্ত হয়ে যায়। ভিতরে ও বাহিরের দিকে প্রসারনে সমস্যা বোধ হয়। শারীরিক ক্লান্ত বোধ, কক্সিসে ব্যথা, পায়ের পাতা ও মাংসে খিচুনী ও ব্যথা, অবশ ও ঠান্ডা হয়ে আসে উউরিক এসিড বৃদ্ধি পায় পেটে ব্যথা, কোষ্টকাঠিন্য এবং উদরাময় পর পর দেয়া দেয়। র‌্যাক্স নং ৯৩ স্যাকারাম পেন অপসারণ করে এবং এর পরর্বত্তী অবস্থাকে।

বায়ো কম্বিনেশন ২৫

 

সেবন বিধি : প্রাপ্ত বয়স্কারা ২০ ফোঁটা, শিশুরা ১০ ফোঁটা প্রতি চার ঘন্টা পর পর সামান্য পরিমাণ পানির সাথে মিশিয়ে সেবন অথবা রোজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। বিশেষ করে গর্ভবতী মহিলারা চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ।

আরও পড়ুন – র‌্যাক্স  নং – ১০৮ (এ্যাপেনডিসাইটিস)

পার্শ্বপ্রতিক্রিয়া : র‌্যাক্স নং- ৯৩ সেবনে  কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেখা দেয়নি। তার পরেও যদি কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় তা হলে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ গ্রহন করুন।

সংরক্ষণ : আলো-বাতাস থেকে দূরে , শীতল-শুস্কস্থানে ও শিশুদের নাগালের বাইরে রাখুন।

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

 


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev