শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ১২:৩৯ পূর্বাহ্ন

র‌্যাক্স নং – ৮৪ (আঁচিল)

আরোগ্য হোমিও হল / ২২৯ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২, ৭:২৬ পূর্বাহ্ন

র‌্যাক্স নং- ৮৪ (আঁচিল)

RAX NO – 84 (Touja Comp)

র‌্যাক্স নং- ৮৪ মিশ্রণ : Thuja 30c. Acid Nit 30c. Anagallis 30c. Anti Crud 30c. Bovista 6c.

র‌্যাক্স নং- ৮৪ এর লক্ষণ : চামড়া, মুখ, হাত, ঘাড়ে, বুকে, গলায়, বাহুতে ছোট দানা আকারে হয়। শস্য দানার মত আঁচিল হয়ে থাকে। ইহা চামড়ার উপর বিস্তৃত হয়। র‌্যাক্স নং – ৮৪ সকল আঁচিল অপসারণ করে এবং ফিরে না আসতে সাহায্য করে।

র‌্যাক্স নং- ৮৪ সেবন বিধি : প্রাপ্ত বয়স্কারা ২০ ফোঁটা, শিশুরা ১০ ফোঁটা প্রতি চার ঘন্টা পর পর সামান্য পরিমাণ পানির সাথে মিশিয়ে সেবন অথবা রোজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। বিশেষ করে গর্ভবতী মহিলারা চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ।

পার্শ্বপ্রতিক্রিয়া : র‌্যাক্স নং- ৮৪ সেবনে এখুন পর্যন্ত কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেখা দেয়নি। তার পরেও যদি কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় তা হলে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ গ্রহন করুন।

র‌্যাক্স নং- ৮৪ সংরক্ষণ : সুগন্ধ ও দুর্গন্ধ আলো-বাতাস থেকে দূরে , শীতল-শুস্কস্থানে ও শিশুদের নাগালের বাইরে রাখুন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev