বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৬:৫১ অপরাহ্ন

র‌্যাক্স নং- ৮১ (স্তনের সৌন্দয্য বধন)

আরোগ্য হোমিও হল / ৩৪৫ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২, ৭:৩৭ পূর্বাহ্ন

র‌্যাক্স নং- ৮১ (স্তনের সৌন্দয্য বধন)

RAX NO – 81 (Fagopyrum Comp)

র‌্যাক্স নং- ৮১ মিশ্রণ : Fagoptrum 6C. Calc Phos 6C. Lodium 4C. Kali Phos 6C. Nux Mosch 6C. Sabai Serr 6C.

র‌্যাক্স নং- ৮১ স্তনের সৌন্দয্য বধণ  লক্ষণ : গ্রন্থিয়া অথবা হরমোন অকার্য্যকারিতার জন্য স্তন অনুন্নত হতে পারে, পুষ্টিহীনতার জন্য, শারীরিক ভাবে দূর্বল, দূর্বল নির্গমন এবং দুর্বল যৌনকর্ম, মহিলা এবং বালিকাদের খাদ্য নিয়ন্ত্রণের কারণে স্তন অনুন্নত হতে পারে। র‌্যাক্স নং – ৮১ স্তনের সৌন্দর্য্য বধনে অত্যান্ত সাহায্যকারী প্রতিষেধক।

র‌্যাক্স নং- ৮১ সেবন বিধি : প্রাপ্ত বয়স্কারা ২০ ফোঁটা, শিশুরা ১০ ফোঁটা প্রতি চার ঘন্টা পর পর সামান্য পরিমাণ পানির সাথে মিশিয়ে সেবন অথবা রোজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। বিশেষ করে গর্ভবতী মহিলারা চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ।

র‌্যাক্স নং- ৮১ পার্শ্বপ্রতিক্রিয়া : জঅঢ ঘঙ – ৮১ সেবনে এখুন পর্যন্ত কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেখা দেয়নি। তার পরেও যদি কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় তা হলে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ গ্রহন করুন।

র‌্যাক্স নং- ৮১ সংরক্ষণ : আলো-বাতাস থেকে দূরে , শীতল-শুস্কস্থানে ও শিশুদের নাগালের বাইরে রাখুন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev