বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৯:০৭ অপরাহ্ন

র‌্যাক্স নং- ৮০ (জরায়ু টিউমার) হোমিওপ্যাথিক কম্বিনেশন ঔষধ

আরোগ্য হোমিও হল / ২৯৩ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২, ৬:৫৮ পূর্বাহ্ন

র‌্যাক্স নং- ৮০ (জরায়ু টিউমার)

 RAX NO – 80 (Fraxinus Comp)

র‌্যাক্স নং- ৮০ মিশ্রণ :Uterine 1D. Aurum Mur Nat 6C. Cale Fiuor 30C. Calc Iod 30C. Kali Iod 6C. Lapis Alb 30C.

প্রস্তুত প্রণালী : পাকিস্থানী কম্বিনেশন হোমিওপ্যাথি ঔষধ।

RAX NO – 80 লক্ষণ : নরম বা শক্ত জরায়ু টিউমার, জরায়ুর শোথযুক্ত টিউমার মনে হয় নীচের দিকে নেমে পড়েছে, সংকোচন, উদ্বেগ, জরায়ুর অতিরিক্ত রক্তক্ষরণ, অনিয়মিত মাসিক এবং শ্বেতপ্রদর, স্নায়ু দুর্বলতা, অনিয়মিত হৃদস্পন্দন, শ্বাস প্রশ্বাসের সমস্যা এবং উত্তেজনাকর জ্বর। র‌্যাক্স নং – ৮০ জরায়ুর টিউমার চিকিৎসায় উত্তম প্রতিষেধক।

বায়ো কম্বিনেশন ২৫

 

RAX NO – 80 সেবন বিধি : প্রাপ্ত বয়স্কারা ২০ ফোঁটা, শিশুরা ১০ ফোঁটা প্রতি চার ঘন্টা পর পর সামান্য পরিমাণ পানির সাথে মিশিয়ে সেবন অথবা রোজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। বিশেষ করে গর্ভবতী মহিলারা চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ।

আরও পড়ুন – জরায়ুতে অর্বুদ

RAX NO – 80 পার্শ্বপ্রতিক্রিয়া : RAX NO – 80 সেবনে এখুন পর্যন্ত কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেখা দেয়নি। তার পরেও যদি কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় তা হলে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ গ্রহন করুন।

RAX NO – 80  সংরক্ষণ : আলো-বাতাস থেকে দূরে , শীতল-শুস্কস্থানে ও শিশুদের নাগালের বাইরে রাখুন।

 

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev