বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৪:১৩ অপরাহ্ন

র‌্যাক্স নং- ৭১ (রক্তস্রাব)

আরোগ্য হোমিও হল / ২৩১ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২, ৬:৩২ পূর্বাহ্ন

র‌্যাক্স নং- ৭১ (রক্তস্রাব)

RAX NO – 71 (Millefolium Comp)

র‌্যাক্স নং- ৭১ মিশ্রণ : Millefolium 6C. Amica 6C. Erigeron 1D. Hamamelix 30C. Phos Phorus 6C. Trillium 30C.

র‌্যাক্স নং- ৭১ রক্তস্রাবের লক্ষণ : সকাল প্রকার ক্ষত থেকে রক্তস্রাব হয়, নাক দিয়ে রক্ত পড়া, পাইলস থেকে রক্তস্রাব, অতিরিক্ত মাসিক এর জন্য রক্ত ক্ষয়, কিডনি অকার্যকারিতার জন্য মল এবং মুত্রের সাথে রক্ত আসা।
র‌্যাক্স নং- ৭১ সকাল প্রকার রক্তস্রাবের জন্য বিশেষভাবে তৈরী।

সেবন বিধি : প্রাপ্ত বয়স্কারা ২০ ফোঁটা, শিশুরা ১০ ফোঁটা প্রতি চার ঘন্টা পর পর সামান্য পরিমাণ পানির সাথে মিশিয়ে সেবন অথবা রোজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। বিশেষ করে গর্ভবতী মহিলারা চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ।

পার্শ্বপ্রতিক্রিয়া : র‌্যাক্স নং- ৭১ সেবনে এখুন পর্যন্ত কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেখা দেয়নি। তার পরেও যদি কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় তা হলে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ গ্রহন করুন।

সংরক্ষণ : আলো-বাতাস থেকে দূরে , শীতল-শুস্কস্থানে ও শিশুদের নাগালের বাইরে রাখুন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev