বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৬:০৯ পূর্বাহ্ন

র‌্যাক্স নং- ৬৩ (ম্যালেরিয়া জ্বর)

আরোগ্য হোমিও হল / ২০৪ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২, ৫:৪৩ পূর্বাহ্ন

র‌্যাক্স নং- ৬৩ (ম্যালেরিয়া জ্বর)

RAX NO – 63 (China Sulph Comp)

RAX NO – 63 মিশ্রণ : China Sulph 6C, Alstonia Com 3D. Ammonium Pic 30C. Corus Rub 30C. Eupatoirium Perf 30C. Ferr Ars 30C.

RAX NO – 63 ম্যালেরিয়া জ্বরের রোগের লক্ষণ : ম্যালেরিয়া জ্বরের সাথে ঠান্ডায় কম্পন ধরে। কোন সময় জ্বর বেশী এবং কোন সময় কম হয়, অবিরাম জ্বর, চোখ, মাথা এবং শরীরে ব্যাথা, পিপাসা বৃদ্ধি পায়, কাশি, মুখমণ্ডল লাল, ত্বক শুস্ক এবং শ্বাসক্রিয়ার সমস্যা। র‌্যাক্স নং – ৬৩ ম্যালেরিয়ায় উত্তম ফলদায়ক।

RAX NO – 63 সেবন বিধি : প্রাপ্ত বয়স্কারা ২০ ফোঁটা, শিশুরা ১০ ফোঁটা প্রতি চার ঘন্টা পর পর সামান্য পরিমাণ পানির সাথে মিশিয়ে সেবন অথবা রোজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। বিশেষ করে গর্ভবতী মহিলারা চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ।

পার্শ্বপ্রতিক্রিয়া : RAX NO – 63 সেবনে এখুন পর্যন্ত কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেখা দেয়নি। তার পরেও যদি কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় তা হলে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ গ্রহন করুন।

RAX NO – 63 সংরক্ষণ : আলো-বাতাস থেকে দূরে , শীতল-শুস্কস্থানে ও শিশুদের নাগালের বাইরে রাখুন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev