শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ১১:২৮ পূর্বাহ্ন

র‌্যাক্স নং- ৬১ (জ্বর)

আরোগ্য হোমিও হল / ১৮৯ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২, ৬:০০ পূর্বাহ্ন

র‌্যাক্স নং- ৬১ (জ্বর)

RAX NO – 61 (Ferrum Phos Comp)

RAX NO – 61  মিশ্রণ : Ferrum Phos 30C. Baptisia 3D. Bryonia 3D. Echinacea Ang 3C. Eupatorium Perf 3D. Triostium 6C.

RAX NO – 61  জ্বরের রোগের লক্ষণ : শরীর উষ্ণ, মাথায় শরীরে এবং হাড়ে ব্যাথা। গরম এবং ঠান্ডা অনুভব, ঘাম নিস:সরণ, উদ্বেগ, চোখ জ্বালাপোড়া করা, অতিরিক্ত পিপাসা, জিহ্বা এবং মুখ শুস্ক, নাড়ি পরিপূর্ণ এবং মস্তিস্ক বিকৃতি, ইনফ্লুয়েঞ্জা, কাশি এবং টনসিলের কারণে জ্বর হয়। র‌্যাক্স নং – ৬১ জ্বর এর জন্য উৎকৃষ্ঠ প্রতিষেদক।

RAX NO – 61  সেবন বিধি : প্রাপ্ত বয়স্কারা ২০ ফোঁটা, শিশুরা ১০ ফোঁটা প্রতি চার ঘন্টা পর পর সামান্য পরিমাণ পানির সাথে মিশিয়ে সেবন অথবা রোজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। বিশেষ করে গর্ভবতী মহিলারা চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ।

পার্শ্ব প্রতিক্রিয়া : RAX NO – 61 সেবনে এখুন পর্যন্ত কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেখা দেয়নি। তার পরেও যদি কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তা হলে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ গ্রহন করুন।

RAX NO – 61   সংরক্ষণ : আলো-বাতাস থেকে দূরে , শীতল-শুস্কস্থানে ও শিশুদের নাগালের বাইরে রাখুন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev