বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৫:১১ অপরাহ্ন

র‌্যাক্স নং- ৪৫ (হাড়ক্ষয়)

আরোগ্য হোমিও হল / ১৯৭ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২, ১:৫৮ অপরাহ্ন

র‌্যাক্স নং- ৪৫ (হাড়ক্ষয়)
RAX NO – 45 (Stmphytum Comp)

RAX NO – 45 মিশ্রণ : Stmphytum 3D. Calc Flour 6C. Calc Phos 6C. Ferr Phos 30C. Ruta 30C. Silicea 30C.

হাড়ক্ষয়ের লক্ষণ : ক্যালশিয়াম স্বল্পতার কারণে হাড় দুর্বল হয়। নরম হাড়, অষ্টিওপোরোসিস, অষ্টিওফিটস, হাড়ে ব্যাথা, দেরীতে ভাঙ্গা জায়গা আরোগ্য, অল্প চাপে অথবা অল্প আঘাতে ভেঙ্গে যাওয়া, হাড় ফুলে যাওয়া, অনিয়ম, হাড়ের উপর কোন ক্যানসার এর উৎপত্তি না হওয়া। র‌্যাক্স নং ৪৫ ক্যালশিয়াম স্বল্পতারোধে এবং হাড়ের অন্যান্য সমস্যায় সাহায্য করে।

RAX NO – 45 সেবন বিধি : প্রাপ্ত বয়স্কারা ২০ ফোঁটা, শিশুরা ১০ ফোঁটা প্রতি চার ঘন্টা পর পর সামান্য পরিমাণ পানির সাথে মিশিয়ে সেবন অথবা রোজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে।

সংরক্ষণ : আলো-বাতাস থেকে দূরে , শীতল-শুস্কস্থানে ও শিশুদের নাগালের বাইরে রাখুন


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev