বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০২:০৭ অপরাহ্ন

র‌্যাক্স নং- ৩৯ (বীর্য দুর্বলতা)

আরোগ্য হোমিও হল / ৪১১ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২, ৪:৪৪ অপরাহ্ন

র‌্যাক্স নং- ৩৯ (বীর্য দুর্বলতা)
RAX NO – 39 (Selenium Comp)

র‌্যাক্স নং- ৩৯ মিশ্রণ : Selenium 30C. Agnus Cast 30C. Calc Sulf 30C. Eryngium Aqua 2D. Kali Brom 30C. Nuphar Lut 1D

বীর্য দুর্বলতার লক্ষণ : ফোঁটা ফোঁটা শুক্রাণু পড়া, মলত্যাগের পরে এবং প্রস্রাবের পরে ধাতু দৌর্বল্য, মানসিক শারীরিক, ভীত এবং যৌন দুর্বলতা, চটচটে আঁঠালো যেমন- প্রশাব এবং শুক্রানুমিশ্রিত প্রস্রাবের প্রবাহের সাথে বের হয়। র‌্যাক্স নং ৩৯ বীর্য দুর্বলতা দুর করে এবং স্বাস্থ্যেও উন্নতি করে।

সেবন বিধি : প্রাপ্ত বয়স্কারা ২০ ফোঁটা, শিশুরা ১০ ফোঁটা প্রতি চার ঘন্টা পর পর সামান্য পরিমাণ পানির সাথে মিশিয়ে সেবন অথবা রোজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। বিশেষ করে গর্ভবতী মহিলারা চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ।

পার্শ্ব প্রতিক্রিয়া : RAX NO – 39 সেবনে এখুন পর্যন্ত কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেখা দেয়নি। তার পরেও যদি কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তা হলে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ গ্রহন করুন।

সংরক্ষণ : আলো-বাতাস থেকে দূরে , শীতল-শুস্কস্থানে ও শিশুদের নাগালের বাইরে রাখুন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev