শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ১১:০৬ অপরাহ্ন

র‌্যাক্স নং- ৩৪ (নাকের প্রদাহ)

আরোগ্য হোমিও হল / ২৩১ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২, ৬:৪০ পূর্বাহ্ন

র‌্যাক্স নং- ৩৪ (নাকের প্রদাহ)
RAX NO – 34 (Eucalyptus Comp)

র‌্যাক্স নং- ৩৪ মিশ্রণ : Eucalyptus 30C. Arsenicum 30C. Eupatorium Perf 6C. Lemna Minor 30C. Luffa 6C. Sabadilla 30C.

নাকের প্রদাহের লক্ষণ : দীর্ঘস্থায়ী সর্দির কারণে নাকের প্রদাহ হয়ে থাকে, নাকের সৌলেন, পানি এবং পুঁজ প্রবাহিত হওয়া, উত্তেজনাকর গন্ধ হ্রাস পাওয়া, নাকে ব্যাথা এবং নাক বন্ধ হওয়া, মুখ এবং শীড়:পীড়া মাধ্যমে শ্বাস-প্রশ্বাস। র‌্যাক্স নং ৩৪ নাকের প্রদাহের জন্য উত্তম।

সেবন বিধি : প্রাপ্ত বয়স্কারা ২০ ফোঁটা, শিশুরা ১০ ফোঁটা প্রতি চার ঘন্টা পর পর সামান্য পরিমাণ পানির সাথে মিশিয়ে সেবন অথবা রোজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। বিশেষ করে গর্ভবতী মহিলারা চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ।

পার্শ্ব প্রতিক্রিয়া : র‌্যাক্স নং ৩৪ সেবনে এখুন পর্যন্ত কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেখা দেয়নি। তার পরেও যদি কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তা হলে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ গ্রহন করুন।

সংরক্ষণ : আলো-বাতাস থেকে দূরে , শীতল-শুস্কস্থানে ও শিশুদের নাগালের বাইরে রাখুন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev