বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৬:৫৮ পূর্বাহ্ন

র‌্যাক্স নং- ১১ (কষ্টকর ঋতুস্রাব)

আরোগ্য হোমিও হল / ২৩৯ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২, ৫:৫৪ পূর্বাহ্ন

র‌্যাক্স নং- ১১ (কষ্টকর ঋতু)
RAX NO – 11 (Xanthoxyion Comp)

মিশ্রণ : Xanthoxyion 30C. Asoka 6C. Colocynthis 30C. Mag Phos 30C. Pulsatilla 30C.

র‌্যাক্স নং- ১১ (কষ্টকর ঋতু) : কষ্টকর ঋতু, ব্যাথাযুক্ত ঋতু স্রাব, ঋতুস্রাবের পরিবর্তে শ্বেত প্রদর, পিঠে এবং তলপেটে খিঁচুনী, ঋতুস্রাবের পূর্বে এবং ঋতুস্রাবের সময় ব্যাথা, ঘূর্ণিরোগ, ক্রোধ প্রবণতা, তলপেটে, ঘাড়ে এবং পায়ে ব্যাথা। র‌্যাক্স নং ১১ ঋতু স্রাবজনিত সমস্যায় সাহায্য করে।

সেবন বিধি : প্রাপ্ত বয়স্কারা ২০ ফোঁটা, শিশুরা ১০ ফোঁটা প্রতি চার ঘন্টা পর পর সামান্য পরিমাণ পানির সাথে মিশিয়ে সেবন অথবা রোজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। বিশেষ করে গর্ভবতী মহিলারা চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ।

পার্শ্বপ্রতিক্রিয়া : জঅঢ ঘঙ – ১১ সেবনে এখুন পর্যন্ত কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেখা দেয়নি। তার পরেও যদি কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় তা হলে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ গ্রহন করুন।

সংরক্ষণ : আলো-বাতাস থেকে দূরে , শীতল-শুস্কস্থানে ও শিশুদের নাগালের বাইরে রাখুন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev