শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২:৩৮ অপরাহ্ন

র‌্যাক্স নং – ১১৭ (হাত পায়ের জ্বালাপোড়া)

আরোগ্য হোমিও হল / ২০৬ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২, ৭:২৮ পূর্বাহ্ন

RAX NO -117

র‌্যাক্স নং – ১১৭

হাত পায়ের জ্বালাপোড়া (Doryphora Comp.)

ক্যাটাগিরি : কম্বিনেশন হোমিওপ্যাথিক ঔষধ।

প্রস্তুতপ্রণালী : কেন্ট ফার্মকোপিয়া অনুযায়ী প্রস্তুত , ইন্ডিয়া।

র‌্যাক্স নং – ১১৭ ঔষধের মিশ্রণ : Doryphora 30C. Acid Fluor 30C. Lycopodium 30C. Medorrhinum 30C. Phosphorus 30C. Sulfur 30C.

র‌্যাক্স নং – ১১৭ ঔষধের লক্ষণ : উদ্বেগের সাথে হাতে-পায়ে জ্বালাপেড়া, ঠাণ্ডা জায়গায় হাত পা রাখলে অথবা রাতে কম্বলের নীচে থেকে বের করলে আরাম বোধ করে, পাকস্থলী এবং যকৃতের অবস্থানে উত্তেজনার জ্বালাপোড়া, ঠান্ডা পানীয় পান তরার ইচ্ছা. পাকস্থী ও কন্ঠ নালীতে প্রদাহ। র‌্যাক্স নং – ১১৭ এই ঔষধটি হাত পায়ের জ্বালাপোড়া থেকে মুক্তি দেয়।

র‌্যাক্স নাং – ১১৭ ঔষধের লক্ষণ  সেবন বিধি : প্রাপ্তবয়স্ক ব্যাক্তি ২০ ফোঁটা, শিশুরা ১০ ফোঁটা ঔষধ একঢোক পানির সাথে মিশিয়ে প্রতি চার ঘন্টা পর পর সেবন করতে হবে। বিশেষ করে গর্ভবতী মহিলারা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে সেবন করুন।

আরও পড়ুন – এইচআর – ১০১ (জ্বালাপোড়া ও চুলকানিতে কার্যকর)

বিশেষে দ্রষ্টব্য : চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন ঔষধ খাবেন না এতে শারীরিক ও মানুষিক ক্ষতি হতে পারে। ঔষধ সেবনে পুর্বে একজন রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ। লক্ষণগুলি অব্যাহত থাকলে, আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করুন।

আরও পড়ুন –

বিশেষ সর্তকর্তা : গর্ভবতী মহিলারা রেজিষ্টর্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ সেবন সম্পন্ন নিষেধ।

র‌্যাক্স নাং – ১১৭ ঔষধের  পার্শ্ব প্রতিক্রিয়া : র‌্যাক্স নাং – ১১৭ সেবনে এখুন পর্যন্ত কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেখা দেয়নি। তার পরেও যদি কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তা হলে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ গ্রহন করুন।

র‌্যাক্স নাং – ১১৭ ঔষধের সর্তকতা : সুগন্ধ-দুরগন্ধ থেকে দুরে,আলো বাতাস থেকে দুরে, শিতল ও শুস্ক স্থানে, শিশুদের নাগালের বাহিরে রাখুন।

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev