বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০২:৩৮ অপরাহ্ন

রেডিয়াম-Radium

আরোগ্য হোমিও হল / ৬ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫, ১১:২৭ অপরাহ্ন
ম্যাগ্নশিয়া ফসফোরিকা-Magnesia Phosphorica
হোমিও বই

রেডিয়াম (Radium) 

অপর নাম  রেডেয়াম বোমাইড (Radium Bromide)

ডা: উইলিয়াম বরিক।

ডাঃ ডিফেনব্যাক কর্তৃক পরীক্ষিত হওয়ার পর ইহা মেটিরিয়া মেডিকায় একটি মুল্যবান ঔষধরুপে গৃহীত হইয়াছে। পরীক্ষকালে রেডিয়াম বোমাইডের ১,৮০০০,০০০ উত্তাপ শক্তি ব্যবহৃত হইয়াছিল। বাত, গ্রন্থিবাত, চর্মরোগ, বায়ঃব্রণ, জড়ুল, পাটল, ক্ষত ও ক্যান্সার রোগে উপযোগী ঔষধ। নিন্ম রক্ত-চাপ। সর্বঙ্গে প্রবল কামড়ানি ব্যথা, তৎসহ অস্থিরতা, চলিয়া বেড়াড়াইলে উপশম। পুরাতন বাতজনিত সন্ধি-প্রদাহ। রোগ লক্ষণসমুহ বিলম্বে প্রকাশ পায়। রেডিয়ামের উত্তাপে দগ্ধ ক্ষত, যাহা দীর্ঘকালেও সারিতে চায় না। রক্তে শ্বেতকণিকার বৃদ্ধি। অত্যান্ত দৃর্বলতা।

বায়ো কম্বিনেশন ২৫

মন : শঙ্কিত, বিষাদযুক্ত, অন্ধকারে একাকী থাকিতে ভয় লোকসংসর্গে থাকার প্রবল বাসনা। ক্লান্ত ও খিটখিটে।

মস্তক : শিরঃঘুর্ণন, তৎসহ মস্তকের পাশ্চাদ্দেশে বেদনা, শয়নকালে অনুভুত হয়। মস্তক-শীর্ষে ও মাথার পিছনদিকে বেদনা, তৎসহ প্রবল কটিবেদনা। দক্ষিণ চক্ষুর উপরে তীব্র বেদনা, উহা মস্কক-শীর্ষ ও মস্তকের পশ্চাভাগ পর্যন্ত বিস্তৃত হয় – উন্মুক্ত বাতাসে উপশম। মস্তক ভারি বোধ হয়। সম্মুখ-কপালে বেদনা। দুই চক্ষুতেই ব্যথা করে। নাসারন্ধ্র চুলকায় ও শুস্ক বোধ হয়, খোলো বাতাসে উপশম। ডানদিকের নীচের মাড়ির কোণে প্রবল বেদনা। পঞ্চম স্নায়ুযুগ্মে শূলবেদনা।

আরও পড়ুন – অ্যাডাল-১ (মাথা ব্যথা ও মাইগ্রেন)

মুখগহ্বর : শুস্কতা, ধাতব আস্বাদ। জিহ্বাগ্রে কাঁটা ফোটার ন্যায় অনুভুতি।

পাকস্থলী : পাকস্তলীতে শূন্যতা বোধ। পাকস্থলীতে উষ্ণতা অনুভুত হয় মিষ্ট দ্রব্য ও আইসক্রিম খাইতে চায় না। বমি বমিভাব এবং নিমগনতা বোধ। ঢেকুর উঠে।

উদরগহ্বর : বেদনা, খিলধরা। পেট ডাকে, পেটে বায়ু জন্ম। এপেণ্ডিসাইটিসে কোমলতম অংশে বেদনা এবং স্থুলান্ত্রের দ্বিবক্র ভাঁজের নিকট বেদনা। অত্যান্ত পেট ফাঁপা। কখনও কোষ্ঠবদ্ধতা, কখনও উদরাময়। গুহ্যদেশে চুলকানি এবং অর্শ।

মুত্রযন্ত্র : মুত্রে সহিত অধিক পরিমাণে দানার ন্যায় পদার্থ, বিশেষতঃ ক্লোরাইডসমুহ নির্গত হয়। মুত্রগ্রন্থির উত্তেজনা, অণ্ডলালা মুত্র, মুত্রে দানাদার ও কাচপ্রভ বস্তর তলানি। বাত-লক্ষণসহ বৃক্কক-প্রদাহ। অসাড়ে মুত্রপাত।

স্ত্রী-;জননেন্দ্রিয় : যোনিতে চুলকানি। ঋতুস্রাব বিলম্বিত ও অনিয়মিত, তৎসহ পৃষ্ঠবেদনা। ঋতু আগমনে যোনিপিঠের উপর তলপেটে কামড়ানি ব্যথা। দক্ষিণ স্তনে বেদনা, জোরে ঘষিলে উপশম।

আরও পড়ুন – যৌনাঙ্গ চুলকানির কারণ, প্রতিকার ও হোমিওপ্যাথিক চিকিৎসা

শ্বাসযন্ত্র : গলা খুস খুস করিয়া অবিরত কাশি। শুস্ক আক্ষেপিক কাশি। গলা শুস্ক, বেদনাযুক্ত, বক্ষদেশ সঙ্কচিত।

পৃষ্ঠদেশ : ঘাড়ে বেদনা। গ্রীবার সন্নিকটস্থ মেরুদণ্ডাস্থিতে বেদনা ও খঞ্জতা বোধ, মাথা সম্মুখদিকে নত করিলে বৃদ্ধি, দাঁড়াইলে অথবা সোজা হইয়া বসিলে উপশম। কটি ও ত্রিকাস্থিস্থানে বেদনা, মনে হয় বেদনাটি হাড়ের মধ্যে অবিরত সঞ্চালনে উপশম হয়। স্কন্ধদ্বয় ও কটিদেশের মধ্যে পৃষ্ঠবেদনা, চলিয়া বেড়াইবার পর উপশম।

হস্ত-পদাদি : সমস্ত অঙ্গ-প্রত্যাঙ্গে, সন্ধিস্থলে বিশেষতঃ হাঁটু ও গুলফসন্ধিতে প্রবল বেদনা। স্কন্ধে, বাহুতে, হাতে এবং আঙ্গুলে তীব্র বেদনা। পদদ্বয়, বাহুদ্বয় ও গীবাদেশ শক্ত ও ভঙ্গুর মনে হয়, যেন চলাফেরা করিলেই ঐগুলি ভাঙ্গিয়া পড়িবে। বাহুদ্বয় ভারি বোধ হয়। স্কন্ধে কট্ কট্ করে। পদাঙ্গুলি, হাঁটু ও গোড়ালির মধ্যস্থানে, জঙ্ঘান্থি ও হাঁটুর পশ্চাভাবে বেদনা। পায়ের মাংসপেশী ও উরুদেশের পেশীসমুহ টাটানি। সন্ধি-প্রদাহ, বেদনা, রাত্রে বৃদ্ধি। অঙ্গুলি-ত্বকের প্রদাহ। হস্তাঙ্গুলির নখের গঠন বিকৃত।

চর্ম : ক্ষুদ্র ক্ষুদ্র পীড়কা। অহিপুতন এবং ত্বক-প্রদাহ, তৎসহ জ্বালা চুলকানি, স্ফীতি ও আরক্তিমতা। অস্থিনাশ এবং ক্ষত। সর্বাঙ্গে চুলকানি, চর্মে আগুনের মত জ্বালা। ত্বকের কর্কট রোগ।

আরও পড়ুন – এন – ৬৫ (চুলকানী যুক্ত চর্মরোগে কার্যকর)

নিদ্রা : অস্থিরতা, আলস্যের সহিত ঘুম ঘুমভাব। স্বপ্ন সজীব ও চাঞ্চল্যপুর্ণ। আগুন সম্বন্ধে স্বপ্ন।

জ্বর : অভ্যন্তরিক শীতবোধ, তৎসহ বেলা দুপুর পর্যন্ত দাঁত ঠক্ ঠক্  করে। আব্যন্তরিক শীতের পর চর্মে উত্তাপ দেখা দেয়, তৎসহ  উদরাময় ও উদররাধন।

উপচয়, উপশম : খোলা বাতাসে, অবিরত সঞ্চালনে, উষ্ণ স্নানে, শুইয়া থাকিলে, চাপ দিলে।

বৃদ্ধি : উঠিয়া বসিলে।

সম্বন্ধ : তুলনীয় –  এ্যানাকাডিয়াম (ইহা দ্বারা যে ক্ষত উৎপন্ন হয় তাহা রেডিয়ামের ক্ষতের অনুরুপ। এই ক্ষথ যেখানে রস লাগে তাহা হইতে অন্য স্থানে এবং পরবতীকালেও জন্মিতে পারে)। আরও তুলনীয় – এস্করে রাস, সিপিয়া, ইউরেনিয়াম, আর্স পালস, কষ্টিকাম।

দোষঘ্ন : রাস ভেনে, টেলুরিয়াম।

মাত্রা : ৩০শ এবং ১২শ বিচুর্ণ।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev