বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০১:২৪ অপরাহ্ন

রুটা গ্রাভিওলেন্স-Ruta Graveolens

আরোগ্য হোমিও হল / ৮ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫, ৮:৩০ অপরাহ্ন
ম্যাগ্নশিয়া ফসফোরিকা-Magnesia Phosphorica
হোমিও বই

রুটা গ্রাভিওলেন্স (Ruta Graveolens)

চলতি নাম – রিউ বিটারওয়ার্ট (Rue-bitterwort)।

ডা: উইলিয়াম বরিক।

অস্থি আবরক, তরুণাস্থি, চক্ষু এবং জরায়ুর উপর ক্রিয়া করে। অতি শ্রমজাত পীড়া, বিশেষতঃ সঙ্কোচন পেশীসমুহের অতি শ্রম। অস্থি আবরক, পেশী বন্ধনী, সন্ধিস্থানসমুহ, বিশেষতঃ হাতের কব্জি-সন্ধিতে সংহত থেঁৎলাইয়া যাওয়ার ন্যায় বেদনা। মচকাইয়া যাওয়া (আর্নিকার পর)। মচকাইয়া যাওয়ার পর খঞ্জতা। কমলা রোগ। গভীর অবসাদ, দৌর্বল্য এবং হতাশা। অস্থিতে আঘাত লাগা, মচকান।

বায়ো কম্বিনেশন ২৫

মস্তক : অত্যাধিক মদ্যপানের জন্য মাথায় পেরেক বিদ্ধবৎ বেদনা। অস্থি আবরকে বেদনা। নাসিকা হইতে রক্তস্রাব।

চক্ষু : চক্ষুর অত্যাদিক চালনার পরে শীরঃপীড়া। সেলাই করা অথবা ছোট ছোট অক্ষর পড়ার পর চক্ষু লালবর্ণ, উত্তপ্ত এবং বেদনান্বিত হইয়া উঠে ( নেট্রাম মিউর, আর্জ নাই)। চক্ষুর আলোক গ্রহণ ক্ষমতার গোলযোগ। পড়িবার সময় ক্লান্তিকর বেদনা। অক্ষিগোলকের অভ্যন্তরে চাপ বোধ। মনে হয় অক্ষিপুটীয় তরুণাস্থি মচকাইয়া গিযাছে। ভ্রুদ্বয়ের উপর চাপ বোধ। বেদনাদায়ক দৃষ্টি।

পাকস্থলী : কামড়ান ও খামচান প্রকৃতির পাকাশয়শূল।

আরও পড়ুন – আর ৫৫ (আঘাত নিরাময় ড্রপ)

মুত্রযন্ত্র : মুত্যত্যাগের পর মুত্রাশয়-গ্রীবায় চাপ বোধ। মুত্রত্যাগের পর যাতনা (এপিস)। অবিরত মুত্রত্যাগেচ্ছা। মনে হয় যেন, মুত্রাধারটি পুর্ন রহিযাছে।

সরলান্ত্র : মল শক্ত, বেগ দিয়া মল নির্গত করিতে হয়। কখনও কোষ্ঠবদ্ধতা, আবার কখনও শ্লেম্মাযুক্ত ফেনিল মল। মলের সহিত রক্তপাত। বসিয়া থাকিলে সরলান্ত্রে ছিড়িয়া ফেলার ন্যায় খোঁচামারা বেদনা। নিন্ম অন্ত্র ক্যান্সার রেগে আক্রান্ত। প্রসবের পর প্রতিবার মলবেগের সহিত গুহদ্বার নির্গমন। পুনঃপুনঃ নিঃম্ফল মলত্যাগের প্রবৃত্তি। অবনত হইলে গুহ্যদ্বার বাহির হইয়া পড়ে।

শ্বাসযন্ত্র : প্রচুর গাঢ় পীতাভ শ্লেম্মা নির্গমনসহ কাশি। বক্ষদেশে দুর্বলতা বোধ। বক্ষাস্থির বিশেষ স্থানে বেদনা। হ্রস্ব শ্বাসক্রিয়া, তৎসহ বক্ষে কষিয়া ধরার মত অনুভুতি।

পৃষ্ঠদেশ : ঘড়, পৃষ্ঠদেশ ও কোমরে বেদনা। চাপ দিলে অথবা চিৎ হইয়া শুইলে পৃষ্ঠে বেদনার উপশম হয়। কটিবাত, সকালে, শয্যাত্যাগের পুর্বে বৃদ্ধি।

অ্যাডাল-৩৯ (সায়াটিকা, বাত ব্যথা)

হস্ত-পদাদি : মেরুদণ্ড ও অঙ্গ-প্রত্যঙ্গ থেঁৎলানবৎ বেদনা। পৃষ্ঠের নিন্মাংশে এবং কোমরে বেদনা। চেয়ার হইতে উঠিতে গেলে, কোমর ও উরুদেশ এতই দুর্বল হয় যে পা অচল হইয়া পড়ে (ফস, কোনিয়াম)। আঙ্গুলগুলি আকুঞ্চিত হয়। কব্জি ও হাতে বেদনা ও আড়ষ্ঠতা। বাতগ্রণ্ড (বেঞ্জয়িক এসিড)। সায়েটিকা, রাত্রিকালে শয়নে বৃদ্ধি, বেদনা পিঠ হইতে কোমন ও উরুদেশ পর্যন্ত বিস্তৃত। জঙ্ঘার শিরাসমুহ সঙ্কুচিত বোধ হয় (গ্র্যাফাই)। পেশীবন্ধনীসমুহে টাটানি। পা বিস্তার করিবার সময় উরতে বেদনা। গোড়ালির পেশীতে বেদনা। পায়ের ও গোড়ালির অস্থিতে বেদনা। অত্যান্ত অস্থিরতা।

উপচয়, উপশম : বৃদ্ধি – শয়নে, ঠাণ্ডায়, আর্দ্র আবহাওয়ায়।

সম্বন্ধ : তুলনীয় – র‌্যাটানহিয়া, কার্ডুয়াস (গুহ্যদ্বারে উপদাহে)। জ্যাবোরাণ্ডি, ফাইটো, রাস, সাইলি, আর্ণিকা।

দোষঘ্ন : ক্যাম্ফার।

অনুপুরক : ক্যাল্কে ফস।

মাত্রা : ১ম হইতে ৬ষ্ঠ শক্তি। বাহ্যিক ব্যবহার – বাতগণ্ডের জন্য মুল অরিষ্ট, এবং চক্ষুপীড়ার জন্য লোশন।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev