শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০১:০৫ অপরাহ্ন

ম্যারাসমাস বা পূঁয়ে পাওয়া

আরোগ্য হোমিও হল / ২৭৫ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২, ৬:৫৪ পূর্বাহ্ন

ম্যারাসমাস বা পূঁয়ে পাওয়া
পারিবারিক চিকিৎসা থেকে নেওয়া
ডা :এম ভট্রাচার্য্য 

ম্যারাসমাস বা পূঁয়ে পাওয়া (Marasmus) : পরিপাক ক্রিয়ার বিকৃতিবশত: শিশুর শরীর পুষ্টি না হইয়া শুখাইতে থাকিলে এবং স্বাভাবিক উষ্ণতা স্বাভাবিক অপেক্ষা হ্রাস পাইলে এই রোগের আক্রামণ সম্বনেধ অনুমান করা সঙ্গত। প্রথমে সালফার 3০ শক্তি পরে ক্যাল্কেরিয়া কার্ব্ব 3০ শক্তি ইহার উৎকৃষ্ট ঔষধ। শিশু বেশ আহার করে অথচ শীর্ণ হইতে থাকিলে-অ্যাব্রোটেনাম 3০ শক্তি উপযোগী। লক্ষণানসারে আয়োড, নেট্রাম মিউর, সাইলিসিয়া ও “ধাতুদোষের” ঔষধাবলী হইতে ঔষধ নির্বাচন করিয়া সময় সময় প্রয়োগ করিতে হয়। কডলিভার অয়েল বা খাঁটি সরিষার তৈল অল্প গরম করিয়া শরীরে মালিশ উপকারী।

 

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।

 


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev