মেলিলোটাস (Melilotus)
চলতি নাম – ইয়োলো মেলিলট সুইট ক্লোভার (Yellow Melilot Sweet Clover)
ডা: উইলিয়াম বরিক।
এই ঔষধের বিশেষ প্রয়োগ-লক্ষণ রক্তসঞ্চয় ও রক্তস্রাব। প্রবল রক্তধিক্য এবং স্নায়বিক শিরঃপীড়া। শিশুদের আক্ষেপ। সস্তক আঘাত লাগিয়া মুর্চ্ছা রোগ। বেদনা ও স্নায়বিক দুর্বলতা এই ঔষধটির বির্দেশক লক্ষণ। দৈহিক শীতলতা, কিন্ত তৎসহ তাপমান যন্ত্রে তাপবৃদ্ধি। স্পর্শকাতরতা ও বেদনা। পেশীসমুহ অবসন্ন। স্বপ্ন ও স্বপ্নে রেতঃপাত।
মন : মনঃসংসযোগ করিতে পারে না। স্মৃতিশক্তিকে বিশ্বাস করা যায় না গভীর নিদ্রা। ছুটিয়া যাইতে ও লকাইতে চায়। বিভ্রান্তি, মনে করে সকলেই তাহার দিকে তাকাইতেছে, উচ্চৈঃস্বরে কথা বলিতে ভয় পায়, ছুটিয়া পালাইতে চায় প্রভৃতি।
মস্তক : শিরঃপীড়া, তৎসহ বমনোদ্রক, বমন, চক্ষুর উপরে চাপ বোধ, বিবর্ণতা, হস্ত-পদের শীতলতা, চক্ষুর সম্মুখে কাল কাল দাগ দেখে। মাথায় ভার বোধ, যাতনা, সম্মুখকপালে দপ-দপ্ করে, মাথার ভিতরে দোল দেওয়ার ন্যায় অনুভুতি। সবমন শিরঃপীড়া, নাসিকাপথে রক্তস্রাব হইলে অথবা ঋতুস্রাব দেখা দিলে উপশম। সমগ্র মস্তকে পুর্ণতা বোধ। চক্ষুদ্বয় ভারি, দৃষ্টি অস্পষ্ট, উপশমের জন্য জোর করিয়া বন্ধ করিয়া রাখে। মস্তকের দক্ষিণ পার্শ্বে এবং গ্রীভাদেশে ও উহার চারিদিকে স্নায়ুশূল, মস্তক-ত্বকে বেদনা ওস্পর্শদ্বেয়।
নাসিকা : নাসাবরোধ, শুস্কতা, মুখ দিয়া শ্বাস লইতে বাধ্য হয়। নাসিকা মধ্যে শুস্ক ও শক্ত চিপিটিকা, নাসাপথে প্রচুর রক্তস্রাব।
মুখমণ্ডল : অত্যান্ত লাল এবং উজ্জ্বল তৎসহ করোটিদ্বয়ে দপ্ দপানি (বেল)।
মল : কষ্টে নিঃসৃত, বেদনাদায়কও কোষ্ঠবদ্ধতা। গুহ্যদেশ সঙ্কুচিত বোধ হয় এবং দপ্ দপ্ করে। অধিক মল সঞ্চিত না হইলে মলত্যাগের প্রবৃত্তি জন্মে না (ব্রায়ো, এলুমিনা)।
স্ত্রী-জননেন্দ্রিয় : ঋতুস্রাব, অল্প, ধামিয়া থামিয়া দেখা দেয়, তৎসহ বমি বমিভাব, এবং নীচের দিকে ঠেলামারা বেদনা। বাহ্য জননেন্দ্রিয়ে খোঁচামারা ব্যথা, রজঃকৃচ্ছ, ডিম্বাশয়ে স্নায়ুশলূ বেদনা।
শ্বাসযন্ত্র : দম আটকানভাব, বিশেষতঃ দ্রুত বেগে চলিলে। রক্ত বমন। বক্ষে ভার বোধ। কাশির সহিত গলমধ্যে সুড়সুড়ি।
হস্ত-পদাদি : হাঁটুতে বেদনা, পা ছড়াইতে চায়, কিন্ত তাহাতে উপশম হয় না। সন্ধিসমুহে টাটানি। চর্ম ও নিন্মাঙ্গ শীতল। হাঁটুতে অবশতা এবং টাটানি ব্যথা।
উপচয়, উপশম : বৃদ্ধি – বর্ষাকালে, পরিবর্তনশীল আবহাওয়ায়, ঝড়বৃষ্টির আগেমনে, চলাফেরায়, বৈকাল ৪টায়।
সম্বন্ধ : তুলনীয় – মেলিলোটাস এল্বা (সাদা ক্লোভার) বস্ততঃ সমগুণ ঔষধ (রক্তস্রাব, রক্তষঞ্চয়জনিত শিরঃপীড়া, রক্তবহনলীতে অতিরিক্ত রক্তসঞ্চয়, আক্ষেপ), িএমিল বেল গ্লোনইন।
মাত্রা : মুল অরিষ্ট শুকাইবার জন্য আভ্যন্তরিকভাবে নিন্ম শক্তি।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।