বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০২:০৩ অপরাহ্ন

মেলিলিন ব্লু-Methyline Blue

আরোগ্য হোমিও হল / ৮ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫, ১০:১৬ অপরাহ্ন
মার্কুরিয়াস হাইড্রোজিয়াম-Mercurius Hydragyrum
হোমিও বই

মেলিলিন ব্লু (Methyline Blue)

এক প্রকার আলকাতরাজাত রঞ্জক পদার্থ (One of the Aniline Dyes)

ডা: উইলিয়াম বরিক।

স্নায়ুশূল, স্নায়বিক দুর্বলতা,ক্যালরিপ–CALRIP সাধারণ শক্তিবর্ধক, স্নায়বিক শক্তিবর্ধক ও জরায়ুর শক্তিবর্ধক ম্যলেরিয়া জ্বরের ঔধধ। টাইফয়েড জ্বরে, ইহা পেটফাঁপা, প্রলাপ, দৈহিক উত্তাপ এবং পুঁজবিষাক্ততা, কমাইয়া আনে। কম্পন, নর্তন রোগ, মৃগী রোগ প্রবণতায় উপযোগী। মুত্রগ্রন্থিপ্রদাহ (সান্তর বিধান সংশ্লিষ্ট), আরক্ত জ্বর সংক্রান্ত মুত্রগ্রন্থিপ্রদাহ। মুত্রের বর্ণ সবুজ হইয়া যায়। মেলিলিন, প্রয়োগে মুত্রাধারের উত্তেজনা দেখা দিলে অত্যান্ত পরিমাণে নাটমেগ (নাক্স মস্কেটা) প্রয়োগে দোষ নষ্ট করে। মুত্রগ্রন্থিতে অস্ত্রোপাচারের পরবতী মুত্রের সহিত পুঁজ নির্গমন। গণোরিয়াজাত বাতরোগ ও মুত্রাশয়-প্রদাহ। পৃষ্ঠবেদনা, সায়েটিকা। সন্ন্যাস রোগের পরবর্তী অবস্থা (গিয়েভিয়াস)।

আরও পড়ুন –  আরক মাউল্-লাহম Arq. Maul Lahm সাধারণ দুর্বলতায় কার্যকরী 

মাত্রা : 3x বিচুর্ণ। ১০০ ভাগে ২ ভাগ দ্রবণ পুরাতন কর্ণ-প্রদাহ ও দুর্গন্ধযুক্ত পুঁজ নিঃস্রাবে বাহ্যিক ভাবে ব্যবহার্য। ১০০ ভাগে ১ ভাগ জলীয় দ্রবণ কানীনিকার ফোড়া ও ক্ষতে ব্যবহার্য্য।

বায়ো কম্বিনেশন ২৫

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev