মেফাইটিস (Mephitis)
চলতি নাম – স্কাঙ্ক (Skunk)
ডা: উইলিয়াম বরিক।
হুপিং কাশির একটি শ্রেষ্ঠ ঔষধ। ইহার পুর্ন ক্রিয়া পাইতে হইলে নিন্ম শিক্তিতে ১x হইতে ৩x ক্রমে ব্যবহার করিবে। শ্বাসরোধ রোধ, হাঁপানির ন্যায় কাশির আবেগ, আক্ষেপজনক কাশি, কাশি এত প্রবল যে মেনে হয় প্রতিবার কাশির আবেগের সহিত প্রাণ বাহির হইয়া যাইবে। শিশুকে তুলিয়া ধরিতে হয়, তাহার মুখ নীল হইয়া যায়, নিঃশ্বাস ফেলিতে পারে না। বক্ষের উপর অংশে শ্লেম্মার ঘড়ঘড়ি। রোগী বরফ জলে স্নান করিতে চায়।
মন : উত্তেজনা পুর্ন, নানা কল্পনায় ভরা। না ঘুমাইতে না কাজ করিতে পারে।
চক্ষু : অতি শ্রম-জনিত বেদনা, চোখে অন্ধকার দেখে, অক্ষরগুলি নিনিতে পারে না। শুক্রমগুল লাল, চক্ষুদ্বয় উত্তপ্ত ও বেদনাদায়ক।
মুখগহ্বর : দন্তমুলে ঝাঁকিমারা বেদনা। মুখমণ্ডল স্ফীত। তামার মত স্বাদ, যেন পেঁয়াজ খাইযাছে।
শ্বাসযন্ত্র : পান করিবার সময়, অথবা কথা বলার সময় সহসা গলনলীর সঙ্কোচন। ভুক্তদ্রব্য ভিন্ন পথে চলিয়া যায়। ক্রত্রিম ক্রুপ কাশি, শ্বাস ফেলিতে পারে না। আক্ষেপিক ও হুপিং কাশি। দিনের বেলা অতি অল্পবার কাশির আবেগ কিন্ত রাত্রিকালে পুনঃপুনঃ কাশির উদ্রেক হয়, তৎসহ আহারের পর বমন। হাঁপানি, যেন গন্ধকের ঘ্রাণ গ্রহণ করিতেছে, কথা বলেলে কাশি পায়। শুন্যগর্ভ, গভীর কাশি, তৎসহ হাজিয়া যাওয়া রোধ, স্বরভঙ্গ এবং সমগ্র বক্ষে বেদনা। তীব্র আক্ষেপিক কাশি, রাত্রিকালে অধিক।
নিদ্রা : পদদ্বয়েল নিন্মদিকে রক্তের প্রধাবনের জন্য রাত্রিকালে জাগিয়া উঠে। জল, আগুন প্রভৃতি সম্বন্ধে সুস্পষ্ট স্বপ্ন দর্শন।
সম্বন্ধ : তুলনীয়-ড্রসেরা, কোরাল, ষ্টিক্টা।
মাত্রা : ১ম হইতে ৩য় শক্তি। হইহার ক্রিয়া অল্পক্ষণ স্থায়ী।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।