বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:২৯ পূর্বাহ্ন

মেফাইটিস-Mephiti

আরোগ্য হোমিও হল / ১২ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫, ১০:৫৩ অপরাহ্ন
মার্কুরিয়াস হাইড্রোজিয়াম-Mercurius Hydragyrum
হোমিও বই

মেফাইটিস (Mephitis)

চলতি নাম – স্কাঙ্ক (Skunk)

ডা: উইলিয়াম বরিক।

হুপিং কাশির একটি শ্রেষ্ঠ ঔষধ। ইহার পুর্ণ ক্রিয়া পাইতে হইলে নিন্ম শক্তিতে ১x হইতে ৩x ক্রমে ব্যবহার করিবে। শ্বাসরোধ, হাঁপানির ন্যায় কাশি আবেগ, অক্ষেপজনক কশি, কাশি এত প্রবল যে মনে হয় প্রতিবার কাশির আবেগের সহিত প্রাণ বাহির হইয়া যাইবে। শিশুকে তুলিয়া ধরিতে হয়, তাহার মুখ নীল হইয়া যায়, নিঃশ্বাস ফেলিতে পারে না। বক্ষের উপর অংশে শ্লেম্মার ঘগবাড়ি। রোগী বরফ জলে স্নান করিতে চায়।

আরও পড়ুন – আর ৮ (কাশির সিরাপ)

মন : উত্তেজনা, পুর্ণ, নানা কল্পনায় ভরা। না ঘুমাইতে, না কাজ করিতে পারে।

চক্ষু : অতি শ্রম-জনিত বেদনা, চোখে অন্ধকার দেখে, অক্ষরগুলি চিনিতে পারে না, শুক্রমণ্ডল লাল, চক্ষুদ্বয় উত্তপ্ত ও বেদনাদায়ক।

মুখগহ্বর : দন্ত মুখে ঝাঁকিমারা বেদনা। মুখমণ্ডল স্ফীত। আমার মত দ্বাদ, যে পেঁয়াজ খাইয়াছে।

আরও পড়ুন – র‌্যাক্স নং – ১১২ (হৃদরোগ/শ্বাসকষ্ট)

শ্বাসযন্ত্র : পান করিবার সময়, অথবা কথা বলার সময় সহসা গলনলীর সঙ্কোচন। ভুক্তদ্রব্য ভিন্ন পথে চলিয়া যায়। কৃত্রিম ক্রুপ কশি, শ্বাস ফেলিতে পারে না। আক্ষেপিক ও হুপিং কাশিদিনের বেলা অতি অল্পবার কাশির আবেগ কিন্ত রাত্রিকালে পুনঃপুনঃ কাশির উদ্রেক হয়, তৎসহ আহারের পর বমন। হাঁপানি, যেন গন্ধকের ঘ্রাণ গ্রহণ করিতেছে, কথা বলিলে কাশি পায়। শুন্যগর্ভ, গভীর কাশি, তৎসহ হাজিয়া যাওয়া বোধ, স্বরভঙ্গ এবং সমগ্র বক্ষে বেনদা। তীব্র আক্ষেপিক কাশি, রাত্রিকালে অধিক

নিদ্রা : পদদ্বয়ের নিন্মদিকে রক্তের প্রধাবনের জন্য রাত্রিকালে জাগিয়া উঠে। জল আগুন প্রভৃতি সম্বন্ধে সুস্পষ্ট স্বপন দর্শন।

সম্বন্ধ : তুলনীয় – ড্রসেরা, কোরাল, ষ্টিকটা

মাত্রা : ১ম হইতে ৩য় শক্তি। ইহার ক্রিয়া অল্পক্ষণ স্থায়ী।

বায়ো কম্বিনেশন ২৫ (অম্লতা, পেট ফাঁপা ও বদহজম)

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev